০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

নৌ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৪০১, উদ্ধার ৭টি মৃতদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 99

ছবি সংগৃহীত

 

দেশের নদীপথ ও মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের ধারাবাহিক অভিযান জোরদার হয়েছে। গত সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ ও রেনুপোনা জব্দ করা হয়েছে। অভিযানে আটক হয়েছেন মোট ৪০১ জন। একই সময়ে নদী থেকে উদ্ধার করা হয়েছে ৭টি মৃতদেহ।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনের অভিযানে মোট ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৩২০ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৪৩১ কেজি মাছ, এবং ৮ লাখ ৫০ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া নদীতে গড়ে ওঠা ১৭৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় মোট ৪০১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে নৌ পুলিশ।

এছাড়া, বৈধ কাগজপত্র না থাকায় ১৪৬টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা এবং ২৩টি ড্রেজার জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের অভিযানে গত ৭ দিনে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪টি মৎস্য আইন লঙ্ঘন, ২টি মাদকদ্রব্য, ১৬টি বেপরোয়া আচরণ, ৭টি অপমৃত্যু, ১টি হত্যা, ১২টি বালুমহাল সংক্রান্ত, ৪টি চাঁদাবাজি, ১টি চুরি এবং ১টি নদী দূষণ মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা অবৈধ জালগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ এবং চিংড়ির রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জলসীমা ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

নৌ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৪০১, উদ্ধার ৭টি মৃতদেহ

আপডেট সময় ০৬:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

 

দেশের নদীপথ ও মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের ধারাবাহিক অভিযান জোরদার হয়েছে। গত সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ ও রেনুপোনা জব্দ করা হয়েছে। অভিযানে আটক হয়েছেন মোট ৪০১ জন। একই সময়ে নদী থেকে উদ্ধার করা হয়েছে ৭টি মৃতদেহ।

বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনের অভিযানে মোট ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৩২০ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৪৩১ কেজি মাছ, এবং ৮ লাখ ৫০ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। এছাড়া নদীতে গড়ে ওঠা ১৭৫টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় মোট ৪০১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে নৌ পুলিশ।

এছাড়া, বৈধ কাগজপত্র না থাকায় ১৪৬টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা এবং ২৩টি ড্রেজার জব্দ করা হয়েছে।

নৌ পুলিশের অভিযানে গত ৭ দিনে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৪টি মৎস্য আইন লঙ্ঘন, ২টি মাদকদ্রব্য, ১৬টি বেপরোয়া আচরণ, ৭টি অপমৃত্যু, ১টি হত্যা, ১২টি বালুমহাল সংক্রান্ত, ৪টি চাঁদাবাজি, ১টি চুরি এবং ১টি নদী দূষণ মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা অবৈধ জালগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ এবং চিংড়ির রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জলসীমা ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।