সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৬০৫ আসামি

- আপডেট সময় ০৬:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 16
সারা দেশে পুলিশের টানা বিশেষ অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬০৫ জন আসামিকে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামির সংখ্যা এক হাজার ১৩ জন। বাকি ৫৯২ জন গ্রেপ্তার হয়েছেন অন্যান্য অভিযোগে।
মঙ্গলবার (২০ মে) সকালে পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি – মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমে এসব তথ্য জানান।
তিনি বলেন, “সারা দেশে চলমান বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী একযোগে অভিযান পরিচালনা করছে। এতে একদিনেই গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৬০৫ জন। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।”
অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি একনলা বন্দুক, একটি এলজি, একটি দুই নলা বন্দুক, তিনটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি কিরিচ এবং একটি মটরসাইকেলের চাকতিযুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র।
আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “অপরাধ দমনে এই অভিযান শুধু তাৎক্ষণিক নয়, বরং ধারাবাহিকভাবে চলবে। মাদক, অস্ত্র, জঙ্গি ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চালানো হচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, এই অভিযান সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার অনুভূতি জাগিয়েছে। তবে একইসঙ্গে মানবাধিকার রক্ষা ও নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার না হতে হয়, সেই দিকেও সতর্ক থাকতে হবে পুলিশকে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।