১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

হবিগঞ্জে ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 71

ছবি: সংগৃহীত

 

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ১২ ঘণ্টার টানা চিরুনি অভিযানে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় ভিটামিন, কসমেটিকস এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালনা করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, যিনি অভিযানের সফলতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা চারটি পৃথক অভিযান চালানো হয়। ঢাকা-সিলেট মহাসড়কে টহলের সময় একটি বালি বোঝাই ট্রাককে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর জন্য সংকেত দেন। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিলেট ব্লেড, চশমাসহ অন্যান্য পণ্য। এসব পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি।

এছাড়াও, একই দিনে গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা সীমান্ত এলাকায় বিজিবি আরও তিনটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড নামক ভিটামিন এবং বাংলাদেশি তৈরি মশার কয়েল জব্দ করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং সমাজকে মাদকমুক্ত রাখা।”

বিজিবির এ অভিযান এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, বিজিবির কঠোর অবস্থানের ফলে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান এবং মাদক প্রবাহ অনেকটাই কমে আসবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে ট্রাক থেকে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

আপডেট সময় ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

 

হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ১২ ঘণ্টার টানা চিরুনি অভিযানে ১ কোটি ৩২ লক্ষ টাকার ভারতীয় ভিটামিন, কসমেটিকস এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান পরিচালনা করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, যিনি অভিযানের সফলতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা চারটি পৃথক অভিযান চালানো হয়। ঢাকা-সিলেট মহাসড়কে টহলের সময় একটি বালি বোঝাই ট্রাককে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটিকে থামানোর জন্য সংকেত দেন। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালির নিচে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিলেট ব্লেড, চশমাসহ অন্যান্য পণ্য। এসব পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি।

এছাড়াও, একই দিনে গুটিবাড়ী, বাল্লা এবং মনতলা সীমান্ত এলাকায় বিজিবি আরও তিনটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ বিটেক্স গোল্ড নামক ভিটামিন এবং বাংলাদেশি তৈরি মশার কয়েল জব্দ করা হয়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা এবং সমাজকে মাদকমুক্ত রাখা।”

বিজিবির এ অভিযান এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, বিজিবির কঠোর অবস্থানের ফলে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান এবং মাদক প্রবাহ অনেকটাই কমে আসবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।