ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার ই*স*রা*য়ে*লের ভয়াবহ হামলা গা/জা/য় আরো ২৫ ফিলিস্তিনি নিহত দেশীয় মাছের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে জোর দিলেন মৎস্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে: প্রসিকিউটর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: ক্যাসিনো চক্রের মূল হোতাসহ আটক ৭

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

গাজীপুরের শ্রীপুরে গোপন ক্যাসিনো ব্যবসার হোতা মোশারফ হোসেনকে আটক করতে গিয়ে পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর ও শ্রীপুর মডেল থানার যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ ৭ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ার স্বামী মো. মোশারফ দীর্ঘদিন ধরে গোপনে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে একটি দল মোশারফের শ্বশুরবাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালে মোশারফ ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে আটকে রাখে। এসময় মোশারফের চিৎকারে তার লোকজন দেশীয় অস্ত্রসহ দরজা ও ফলস সিলিং ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এই হামলায় সদর থানার ওসিসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালায় এবং মোশারফসহ সাতজনকে আটক করে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, মোশারফ এক সময় তার শ্বশুরের সঙ্গে দিনমজুরের কাজ করতেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন আসে। লোকমুখে শোনা যেত, তিনি গোপনে জুয়ার আসর চালান। শেষমেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে এমন সাহসিক অভিযানে আহত পুলিশ সদস্যদের প্রতি স্থানীয়দের সহানুভূতি প্রকাশ করেছেন অনেকে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকে মোশারফের গোপন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: ক্যাসিনো চক্রের মূল হোতাসহ আটক ৭

আপডেট সময় ১১:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

গাজীপুরের শ্রীপুরে গোপন ক্যাসিনো ব্যবসার হোতা মোশারফ হোসেনকে আটক করতে গিয়ে পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর ও শ্রীপুর মডেল থানার যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ ৭ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ার স্বামী মো. মোশারফ দীর্ঘদিন ধরে গোপনে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে একটি দল মোশারফের শ্বশুরবাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালে মোশারফ ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে আটকে রাখে। এসময় মোশারফের চিৎকারে তার লোকজন দেশীয় অস্ত্রসহ দরজা ও ফলস সিলিং ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এই হামলায় সদর থানার ওসিসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালায় এবং মোশারফসহ সাতজনকে আটক করে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, মোশারফ এক সময় তার শ্বশুরের সঙ্গে দিনমজুরের কাজ করতেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন আসে। লোকমুখে শোনা যেত, তিনি গোপনে জুয়ার আসর চালান। শেষমেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে এমন সাহসিক অভিযানে আহত পুলিশ সদস্যদের প্রতি স্থানীয়দের সহানুভূতি প্রকাশ করেছেন অনেকে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকে মোশারফের গোপন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।