০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: ক্যাসিনো চক্রের মূল হোতাসহ আটক ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 105

ছবি সংগৃহীত

 

গাজীপুরের শ্রীপুরে গোপন ক্যাসিনো ব্যবসার হোতা মোশারফ হোসেনকে আটক করতে গিয়ে পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর ও শ্রীপুর মডেল থানার যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ ৭ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ার স্বামী মো. মোশারফ দীর্ঘদিন ধরে গোপনে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে একটি দল মোশারফের শ্বশুরবাড়িতে অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে মোশারফ ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে আটকে রাখে। এসময় মোশারফের চিৎকারে তার লোকজন দেশীয় অস্ত্রসহ দরজা ও ফলস সিলিং ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এই হামলায় সদর থানার ওসিসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালায় এবং মোশারফসহ সাতজনকে আটক করে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, মোশারফ এক সময় তার শ্বশুরের সঙ্গে দিনমজুরের কাজ করতেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন আসে। লোকমুখে শোনা যেত, তিনি গোপনে জুয়ার আসর চালান। শেষমেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে এমন সাহসিক অভিযানে আহত পুলিশ সদস্যদের প্রতি স্থানীয়দের সহানুভূতি প্রকাশ করেছেন অনেকে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকে মোশারফের গোপন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: ক্যাসিনো চক্রের মূল হোতাসহ আটক ৭

আপডেট সময় ১১:২৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

গাজীপুরের শ্রীপুরে গোপন ক্যাসিনো ব্যবসার হোতা মোশারফ হোসেনকে আটক করতে গিয়ে পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর ও শ্রীপুর মডেল থানার যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ ৭ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল লতিফের মেয়ে সোনিয়ার স্বামী মো. মোশারফ দীর্ঘদিন ধরে গোপনে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে একটি দল মোশারফের শ্বশুরবাড়িতে অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে মোশারফ ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে আটকে রাখে। এসময় মোশারফের চিৎকারে তার লোকজন দেশীয় অস্ত্রসহ দরজা ও ফলস সিলিং ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এই হামলায় সদর থানার ওসিসহ অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালায় এবং মোশারফসহ সাতজনকে আটক করে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, মোশারফ এক সময় তার শ্বশুরের সঙ্গে দিনমজুরের কাজ করতেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তার জীবনযাত্রায় আকস্মিক পরিবর্তন আসে। লোকমুখে শোনা যেত, তিনি গোপনে জুয়ার আসর চালান। শেষমেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে এমন সাহসিক অভিযানে আহত পুলিশ সদস্যদের প্রতি স্থানীয়দের সহানুভূতি প্রকাশ করেছেন অনেকে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকে মোশারফের গোপন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।