ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রিসবেনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ এর আগমন: সতর্কতায় স্তব্ধ শহর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, যুক্তরাজ্যে চাঞ্চল্য যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু সম্পদের হিসাব না দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে: জনপ্রশাসন মন্ত্রণালয় কুমিল্লার গোমতী চরের মিষ্টিকুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের রেকর্ড, যুক্তরাষ্ট্র শীর্ষে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন নিয়ে মোদি সরকারের ভাবনা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি: সাবেক রাষ্ট্রদূত ড্যানিলোভিজ আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড – সেঞ্চুরির পরও হার, ব্যর্থ মিলারের লড়াই দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় ভুলবশত বোমা ফেলে সাতজন আহত: জরুরি উদ্ধার কাজ চলছে

নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

নীলফামারী, ২৭ ফেব্রুয়ারি: ২ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে নীলফামারী সদর উপজেলার ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাঠে। এই মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি ৫৬ নীলফামারী এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের যৌথ অভিযান। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে: ৪ হাজার ৯৯০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ১৯৮ বোতল মদ, ২৭০ ক্যান বিয়ার, ১ কেজি ১১২ গ্রাম হেরোইন, ১ কেজি ৬১ গ্রাম কোকেন, ১৩০ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৭৪১ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৭ হাজার ১১২ পিস নিষিদ্ধ ট্যাবলেট, এক পিস নিষিদ্ধ ওষুধ এবং ৯ প্যাকেট বিড়ি।

বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, রংপুর রিজিয়নের পরিচালক অপারেশন লে. কর্নেল এস এম খায়রুল আলম, নীলফামারী জেলা জজ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোহসিন।

বিজিবি ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানিয়েছেন, ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পঞ্চগড় এবং নীলফামারী ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য দুই কোটি এক লাখ ১১ হাজার ৮৫০ টাকা। অনুষ্ঠানে গাঁজা পুড়িয়ে এবং ফেনসিডিল, মদ, কোকেন রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

আপডেট সময় ০৬:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

নীলফামারী, ২৭ ফেব্রুয়ারি: ২ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে নীলফামারী সদর উপজেলার ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাঠে। এই মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি ৫৬ নীলফামারী এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের যৌথ অভিযান। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে: ৪ হাজার ৯৯০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ১৯৮ বোতল মদ, ২৭০ ক্যান বিয়ার, ১ কেজি ১১২ গ্রাম হেরোইন, ১ কেজি ৬১ গ্রাম কোকেন, ১৩০ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৭৪১ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৭ হাজার ১১২ পিস নিষিদ্ধ ট্যাবলেট, এক পিস নিষিদ্ধ ওষুধ এবং ৯ প্যাকেট বিড়ি।

বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, রংপুর রিজিয়নের পরিচালক অপারেশন লে. কর্নেল এস এম খায়রুল আলম, নীলফামারী জেলা জজ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোহসিন।

বিজিবি ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানিয়েছেন, ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পঞ্চগড় এবং নীলফামারী ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য দুই কোটি এক লাখ ১১ হাজার ৮৫০ টাকা। অনুষ্ঠানে গাঁজা পুড়িয়ে এবং ফেনসিডিল, মদ, কোকেন রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।