শিরোনাম :
ফকিরহাটে গোডাউনে মজুদকৃত ৬০০ বস্তা ওএমএসের চাল জব্দ, আটক ২

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 51
বাগেরহাটের ফকিরহাটের কেরামত আলী মার্কেটের একটি ব্যক্তিগত গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তা সরকারি ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদ করা এসব চাল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে একজন আশাতীত মজুমদার (২১), যিনি গোডাউনের মালিক প্রফুল্ল মজুমদারের ছেলে। অপরজন আব্দুর রসূল (৪৫), গোডাউনের কর্মচারী এবং বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূঁইয়ার ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযানে সরকারি লোগোযুক্ত চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে এবং আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ধারণা করছে, জব্দকৃত চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।”