সেনবাগ থানা পুলিশের অভিযানে নকল স্বর্ণ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

- আপডেট সময় ১০:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 6
নোয়াখালীতে নকল স্বর্ণ কারবারি প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই ) নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক জানান, আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক সার্বিক দিক নির্দেশনায়, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্সসহ ৩০/০৭/২০২৫ খ্রিঃ তারিখ থানা এলাকায় দিবাকালীন জরুরী ডিউটি করাকালে সেবারহাট বাজারস্থ ফেনী টু নোয়াখালী আঞ্চলিক সড়কের মেসার্স আলাউদ্দিন ফিলিং ষ্টেশন এর সামনে দুপুর অনুমান ১৪:৪০ ঘটিকার সময় গ্রেফতার ১। মোঃ সাইফুল ইসলাম(৩২), পিতা-ইমান আলী, মাতা-সাজিয়া বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ইয়ারপুর (বটতলা, ওয়াসিল মোল্লা বাড়ী) , উপজেলা/থানা- সেনবাগ, জেলা –নোয়াখালী, ২। মোঃ মিলন হোসেন(৩২), পিতা-কিছমত আলী প্রঃ মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মিনারা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- দূর্গাপুর (স্বর্ণকার বাড়ি, ৬নং ওয়ার্ড, ১১নং দূর্গাপুর ইউপি) , উপজেলা/থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীদ্বয়কে সন্দেহেজনক কিছু একটা হিসাব-নিকাশ করার সময় এএসআই(নিরস্ত্র) মোঃ জুয়েল রানা তাহার সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাহাদেরকে আটক পূর্বক তল্লাশী করেন।
তল্লাশী করাকালে তাহাদের হেফাজত হইতে ০১ জোড়া স্বর্ণের কানের দুল, ওজন-৩ আনা ০৬ পয়েন্ট, ০২টি স্বর্ণের নাকফুল, ওজন-০১ আনা ০৮ পয়েন্ট, ০১টি স্বর্ণের চেইন, ওজন-২ আনা ০৫ রত্তি ০৪ পয়েন্ট, ০১ জোড়া স্বর্ণের মুরকী, ওজন-২ আনা ৩ রত্তি ০১ পয়েন্ট, সর্বমোট-৮ আনা ০৪ রত্তি ০৯ পয়েন্ট, সর্বমোট মূল্য-৭৪,৯৯৩/-টাকা, উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণালংকার সমূহ উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক আসামী মোঃ ফারুকসহ সোনাগাজী থানাধীন তাকিয়া বাজার থেকে কুটিরহাট বাজারের আগে একজন অজ্ঞাত মহিলার কাছ থেকে নকল স্বর্ণের বার দেখাইয়া জব্দকৃত স্বর্ণগুলো চুরি করিয়াছে মর্মে স্বীকার করে। তারা পেশাদার নকল স্বর্ণ প্রতারক চক্র, তারা এই জনপদে দীর্ঘদিন ধরে সহজ-সরল মহিলাদের টার্গেট করে নকল স্বর্ণের বার দেখিয়ে কৌশলে আসল স্বর্ণ চুরি করে মর্মে স্বীকার করে। দাগন ভূঁইয়া থানায় তাদের বিরুদ্ধে নকল স্বর্ণ প্রতারণার মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দুই মাসের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং মিলন হোসেন বেগমগঞ্জ থানার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি।
পরবর্তীতে চোরাই স্বর্ণালংকা উদ্ধারের ঘটনায় এএসআই(নিরস্ত্র) মোঃ জুয়েল রানা বাদী হয়ে সেনবাগ থানায় তাদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে সেনবাগ থানায় মামলা রুজু করা হয়।