শিরোনাম :
অবৈধ গ্যাস সংযোগে তিতাসের অভিযান: বিচ্ছিন্ন হলো ৪৫০ সংযোগ
গাজীপুরের কাশিমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ৪৫০টি অবৈধ আবাসিক বার্নার সংযোগ এবং ৫০০ মিটার গ্যাস পাইপ অপসারণ করা হয়।
অভিযান চলাকালে অধিকাংশ বাসাবাড়ি তালাবদ্ধ থাকায় অভিযুক্ত কাউকে শনাক্ত বা শাস্তি প্রদান সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ধরনের অবৈধ সংযোগ জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে উল্লেখ করে তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।