০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে দুদকের অনুসন্ধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 23

ছবি সংগৃহীত

 

আলোচিত অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দোকান বরাদ্দ, বিলবোর্ড স্থাপন এবং ইভেন্ট ব্যবস্থাপনার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, শমী কায়সারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’-এর বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানার, বিজ্ঞাপন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিভিল এভিয়েশন অথরিটি) চিঠি দিয়েছে দুদক।

দুদক কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির নামে বরাদ্দ পাওয়া দোকান, বিলবোর্ডের অনুমতি, আর্থিক লেনদেন এবং চুক্তিভিত্তিক কাজের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, সরকারি ত্রাণের ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদক কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নয়, অপরাধের প্রমাণের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শমী কায়সারের বিষয়টিও তার ব্যতিক্রম নয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে দুদকের অনুসন্ধান

আপডেট সময় ০৮:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

আলোচিত অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দোকান বরাদ্দ, বিলবোর্ড স্থাপন এবং ইভেন্ট ব্যবস্থাপনার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, শমী কায়সারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’-এর বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানার, বিজ্ঞাপন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিভিল এভিয়েশন অথরিটি) চিঠি দিয়েছে দুদক।

দুদক কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির নামে বরাদ্দ পাওয়া দোকান, বিলবোর্ডের অনুমতি, আর্থিক লেনদেন এবং চুক্তিভিত্তিক কাজের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, সরকারি ত্রাণের ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদক কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নয়, অপরাধের প্রমাণের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শমী কায়সারের বিষয়টিও তার ব্যতিক্রম নয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।