০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে দুদকের অনুসন্ধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

আলোচিত অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দোকান বরাদ্দ, বিলবোর্ড স্থাপন এবং ইভেন্ট ব্যবস্থাপনার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, শমী কায়সারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’-এর বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানার, বিজ্ঞাপন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিভিল এভিয়েশন অথরিটি) চিঠি দিয়েছে দুদক।

দুদক কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির নামে বরাদ্দ পাওয়া দোকান, বিলবোর্ডের অনুমতি, আর্থিক লেনদেন এবং চুক্তিভিত্তিক কাজের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, সরকারি ত্রাণের ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদক কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নয়, অপরাধের প্রমাণের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শমী কায়সারের বিষয়টিও তার ব্যতিক্রম নয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে দুদকের অনুসন্ধান

আপডেট সময় ০৮:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

আলোচিত অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দোকান বরাদ্দ, বিলবোর্ড স্থাপন এবং ইভেন্ট ব্যবস্থাপনার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, শমী কায়সারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ধানসিঁড়ি কমিউনিকেশন’-এর বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল ব্যানার, বিজ্ঞাপন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিভিল এভিয়েশন অথরিটি) চিঠি দিয়েছে দুদক।

দুদক কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির নামে বরাদ্দ পাওয়া দোকান, বিলবোর্ডের অনুমতি, আর্থিক লেনদেন এবং চুক্তিভিত্তিক কাজের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, সরকারি ত্রাণের ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদক কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নয়, অপরাধের প্রমাণের ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শমী কায়সারের বিষয়টিও তার ব্যতিক্রম নয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।