ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় কিশোর গ্যাংয়ের গডফাদার শীর্ষ সন্ত্রাসী ‘এক্সেল বাবু’সহ চারজন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 12

ছবি: সংগৃহীত

 

ঢাকায় কিশোর গ্যাংয়ের পেছনে থাকা অন্যতম গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার সঙ্গে আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

৫৬ বছর বয়সী ফরিদ আহমেদ বাবু রাজধানীর কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো’, ‘ডার্ক স্ট্রাইকার্স’ ও ‘রেড ভলক্যানো’র পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। এছাড়া ভয়ঙ্কর অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৫টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, অস্ত্রধারণ, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো ভয়ংকর অপরাধ। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর অপরাধজগতের ছায়া সরকার হিসেবে সক্রিয় ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এ ধরনের অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে সেনাবাহিনী আরও জানায়, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে তা কাছের সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রাজধানীজুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। একের পর এক অপরাধে জড়ানো এসব কিশোরদের পেছনে রয়েছে প্রভাবশালী গডফাদারদের ছত্রচ্ছায়া। সেই চক্রেরই একজন মূল হোতা হিসেবে এক্সেল বাবু পরিচিত ছিলেন। তার গ্রেপ্তারে ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বার্তা দিয়েছে যে কোনো অপরাধী, যতই শক্তিশালী হোক না কেন, ছাড় পাবে না। জনগণের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় কিশোর গ্যাংয়ের গডফাদার শীর্ষ সন্ত্রাসী ‘এক্সেল বাবু’সহ চারজন গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

ঢাকায় কিশোর গ্যাংয়ের পেছনে থাকা অন্যতম গডফাদার ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার সঙ্গে আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

৫৬ বছর বয়সী ফরিদ আহমেদ বাবু রাজধানীর কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো’, ‘ডার্ক স্ট্রাইকার্স’ ও ‘রেড ভলক্যানো’র পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। এছাড়া ভয়ঙ্কর অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৫টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, অস্ত্রধারণ, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো ভয়ংকর অপরাধ। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর অপরাধজগতের ছায়া সরকার হিসেবে সক্রিয় ছিলেন।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এ ধরনের অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে সেনাবাহিনী আরও জানায়, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে তা কাছের সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রাজধানীজুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। একের পর এক অপরাধে জড়ানো এসব কিশোরদের পেছনে রয়েছে প্রভাবশালী গডফাদারদের ছত্রচ্ছায়া। সেই চক্রেরই একজন মূল হোতা হিসেবে এক্সেল বাবু পরিচিত ছিলেন। তার গ্রেপ্তারে ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বার্তা দিয়েছে যে কোনো অপরাধী, যতই শক্তিশালী হোক না কেন, ছাড় পাবে না। জনগণের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।