ট্রেনের টিকিট নিয়ে দুর্নীতি: ঈদযাত্রায় আট রেলস্টেশনে দুদকের অভিযান শুরু

- আপডেট সময় ১২:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 19
ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে দেশের আটটি প্রধান রেলস্টেশনে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন সংস্থার উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, যাত্রীদের অভিযোগ আমলে নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসেবা, টিকিট সংগ্রহে হয়রানি, কালোবাজারি এবং রেল কর্মকর্তা-কর্মচারীদের আচরণ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অভিযান চলছে।
দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনের পাশাপাশি চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, দিনাজপুরের পার্বতীপুর, জামালপুর, ময়মনসিংহ ও সিলেট রেলস্টেশনে একযোগে এই অভিযান চালানো হচ্ছে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ সামনে রেখে প্রতিবারই ট্রেনের টিকিট পেতে সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। টিকিট সিস্টেমে নানা ধরনের জটিলতা ও অনিয়মের অভিযোগও থাকে নিয়মিত। এই পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই মাঠে নেমেছে দুদকের টিম।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা যাত্রীদের কাছ থেকে সরাসরি অভিযোগ নিচ্ছেন এবং রেল কর্তৃপক্ষের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলছেন। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।
দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘যদি কোনো ধরনের অসাধু কার্যকলাপ বা টিকিট বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই অভিযান অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, ঈদযাত্রার সময় ট্রেনযাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় প্রায় প্রতিবছরই টিকিট নিয়ে বিশৃঙ্খলা ও কালোবাজারির অভিযোগ ওঠে। যাত্রীসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই দুদকের এই উদ্যোগ, যা যাত্রীদের মধ্যে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।