রাজধানীতে ছিনতাই আতঙ্ক: ৯৭৯ ছিনতাইকারীর তালিকা প্রকাশ
রাজধানীর ৫০টি থানার আওতায় ছিনতাই পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। সাধারণ মানুষ তো বটেই, পুলিশের সদস্যরাও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন ছিনতাইকারীদের বর্বরতায়।
সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা ৯৭৯ জন ছিনতাইকারীর তালিকা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তথ্য অনুযায়ী, মতিঝিল ও ওয়ারি বিভাগে তালিকাভুক্ত রয়েছে ২১২ জন, মিরপুর-তেজগাঁও বিভাগে ৩৮৬ জন, উত্তরা-গুলশান বিভাগে ১৬৪ জন এবং রমনা ও লালবাগ বিভাগে ২৮৭ জন।
ভুক্তভোগীদের অভিযোগ, সন্ধ্যা নামলেই ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। তাদের হামলায় অনেকে গুরুতর আহত হচ্ছেন, কেউ কেউ প্রাণ হারাচ্ছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্ট থেকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে ছিনতাই বেড়ে গেছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে ছিনতাইকারীদের বেপরোয়া আচরণ আরও প্রকট হয়েছে। গত পাঁচ মাসে রাজধানীতে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ৯ জন। শুধু রাজধানী নয়, সারা দেশেই ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, তবে সেগুলোর অনেকটাই থানায় নথিভুক্ত হয় না।
ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “ছিনতাই দমনে পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ৮৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও সমন্বিত উদ্যোগ নিচ্ছে।” সচেতন মহল মনে করেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।