ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

গুরুতর অসদাচরণের দায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির হায়াতের অপসারণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 51

ছবি: সংগৃহীত

 

গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি খিজির হায়াতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবিধানের এই ধারায় বলা হয়েছে, যদি কোনো বিচারপতি গুরুতর অসদাচরণে লিপ্ত হন বা দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তবে তদন্ত শেষে রাষ্ট্রপতি তার অপসারণের নির্দেশ দিতে পারেন।

বিচারপতি খিজির হায়াতের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত ছিল। অবশেষে আনুষ্ঠানিক তদন্ত শেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে, বিচার বিভাগের সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২০২৩ সালের ১৭ অক্টোবর হাইকোর্টের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই তালিকায় বিচারপতি খিজির হায়াতও ছিলেন।

এ তালিকায় আরও ছিলেন বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, আশীষ রঞ্জন দাস, এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, শাহেদ নূরউদ্দিন, মো. আক্তারুজ্জামান, আতাউর রহমান খান, মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলন।

এর মধ্যে বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। অন্যদিকে, অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার সুযোগ না পাওয়ায় বিচারপতি মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলন এখন আর বিচারপতি পদে নেই।

১৯৬৭ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করা বিচারপতি খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন সম্পন্ন করেন। ১৯৯৭ সালের ৬ আগস্ট তিনি ঢাকা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০১৮ সালের ৩১ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী হন।

তার বিরুদ্ধে আনা গুরুতর অসদাচরণের অভিযোগ বিচার বিভাগে নৈতিকতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

গুরুতর অসদাচরণের দায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির হায়াতের অপসারণ

আপডেট সময় ০২:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি খিজির হায়াতকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবিধানের এই ধারায় বলা হয়েছে, যদি কোনো বিচারপতি গুরুতর অসদাচরণে লিপ্ত হন বা দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তবে তদন্ত শেষে রাষ্ট্রপতি তার অপসারণের নির্দেশ দিতে পারেন।

বিচারপতি খিজির হায়াতের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত ছিল। অবশেষে আনুষ্ঠানিক তদন্ত শেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে, বিচার বিভাগের সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২০২৩ সালের ১৭ অক্টোবর হাইকোর্টের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই তালিকায় বিচারপতি খিজির হায়াতও ছিলেন।

এ তালিকায় আরও ছিলেন বিচারপতি নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, আশীষ রঞ্জন দাস, এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, শাহেদ নূরউদ্দিন, মো. আক্তারুজ্জামান, আতাউর রহমান খান, মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলন।

এর মধ্যে বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। অন্যদিকে, অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার সুযোগ না পাওয়ায় বিচারপতি মো. আমিনুল ইসলাম ও এস এম মাসুদ হোসেন দোলন এখন আর বিচারপতি পদে নেই।

১৯৬৭ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করা বিচারপতি খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন সম্পন্ন করেন। ১৯৯৭ সালের ৬ আগস্ট তিনি ঢাকা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ২০১৮ সালের ৩১ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী হন।

তার বিরুদ্ধে আনা গুরুতর অসদাচরণের অভিযোগ বিচার বিভাগে নৈতিকতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।