আইজিপির আহ্বান: পুলিশের ওপর আক্রমণ না করে সহযোগিতা করুন
পুলিশের ওপর আক্রমণ না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, ‘আমাদের কাজ করতে দিন, অনুগ্রহ করে আমাদের ওপর হামলা করবেন না। আমরা এই সমাজেরই অংশ, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালন করছি। আমাদের কাজে বাধা দিলে সুষ্ঠু নির্বাচন ও সমাজে শান্তি ফিরবে কীভাবে?’
আজ বৃহস্পতিবার গাজীপুরের ভোগরা বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ-২ কার্যালয়ে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন শিল্প পুলিশের আইজি ছিবাগত উল্লাহ। এতে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, শিল্প পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
শিল্প কারখানার শ্রমিকদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘গুজব ছড়িয়ে যারা শিল্প কারখানা ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস ২০ মার্চের মধ্যে পরিশোধে মালিকদের সঙ্গে আলোচনা চলছে। ‘শ্রমজীবী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে শিল্প, জেলা ও মহানগর পুলিশ নিরলসভাবে কাজ করছে। দাবি আদায়ে রাস্তা অবরোধ না করে আইনসিদ্ধ উপায়ে দাবি জানানোর অনুরোধ করছি।’
জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আইজিপি বাহারুল আলম বলেন, ‘৫ আগস্টের আগে আমাদের কিছু সিনিয়র অফিসার অতি উৎসাহী হয়ে রাজনৈতিক আনুগত্য দেখিয়েছেন। এতে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলছে বাংলাদেশ পুলিশের ভূমিকা এত নির্মম কেন হলো? পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা।’
আইজিপি আরও বলেন, ‘আমরা যদি আইন-শৃঙ্খলা রক্ষা করতে না পারি, তাহলে সমাজে স্থিতিশীলতা আসবে কীভাবে? পুলিশকে বাধা দিলে অপরাধ দমন সম্ভব হবে না। জনগণকে বুঝতে হবে, একটি সভ্য দেশ কখনোই পুলিশের ভূমিকা ছাড়াই চলতে পারে না।’
সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর আক্রমণের বিষয়ে তিনি বলেন, ‘ট্রাফিক পুলিশ যখন নিয়ম মানতে বলে, তখনও তাদের ওপর হামলা হচ্ছে। আইন না মানার এই প্রবণতা কেন? পুলিশ জনবিরোধী নয়, বরং অপরাধ দমনে কাজ করছে। আইন মেনে চললে সবার জীবনই নিরাপদ হবে।’
আইজিপি বাহারুল আলম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করুন, আক্রমণ নয়।’