ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালালে ২ যাত্রীর কাছ থেকে ৩১ মোবাইল জব্দ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প চার বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থানায় দেখা গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: জামায়াত আমীর সিরিয়ায় সেনা হ্রাস করছে যুক্তরাষ্ট্র, আইএস দমনে কৌশলগত পরিবর্তন বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক লবণাক্ত জমিতে বিনা চাষে সূর্যমুখীতে সফলতা, কৃষকদের মুখে হাসি বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি, ৫ মে কর্মবিরতির হুঁশিয়ারি

পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৫২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডের একটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় সংঘবদ্ধ বিশৃঙ্খলা (মব) সৃষ্টি করে হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই জনতার সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে টহলরত পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে উদ্ধার করে। শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়, ফলে এ ঘটনায় মোট ১২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় মাদক সেবন ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত। ঘটনার রাতে তারা দলবদ্ধভাবে পুলিশের কাজে বাধা দিয়ে এসআই ইউসুফ আলীকে মারধর করে।

পুলিশকে হেনস্তার ঘটনায় দ্রুত বিচার আইনে পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা জানিয়েছে, যেকোনো ধরনের মব-সংক্রান্ত অপরাধ কঠোরভাবে দমন করতে সরকার বদ্ধপরিকর।

পতেঙ্গার মতো জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডের একটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় সংঘবদ্ধ বিশৃঙ্খলা (মব) সৃষ্টি করে হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই জনতার সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে টহলরত পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে উদ্ধার করে। শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়, ফলে এ ঘটনায় মোট ১২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় মাদক সেবন ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত। ঘটনার রাতে তারা দলবদ্ধভাবে পুলিশের কাজে বাধা দিয়ে এসআই ইউসুফ আলীকে মারধর করে।

পুলিশকে হেনস্তার ঘটনায় দ্রুত বিচার আইনে পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা জানিয়েছে, যেকোনো ধরনের মব-সংক্রান্ত অপরাধ কঠোরভাবে দমন করতে সরকার বদ্ধপরিকর।

পতেঙ্গার মতো জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।