ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

দুর্নীতি আমাদের ধ্বংস করছে, এখনই রুখতে হবে: ড. ইউনূস

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ভয়াবহ দুর্নীতির জালে আটকে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “দুর্নীতি আমাদের সব সম্ভাবনা গ্রাস করছে। যদি আমরা এখান থেকে বের হতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।”

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের তারুণ্য, প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা থাকলেও এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা দুর্নীতি। সততা ও শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভালোভাবেই জানেন, দুর্নীতি কোথায়, কীভাবে হচ্ছে। এটি বন্ধ করা ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই।”

তিনি অনলাইনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রশাসনের বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অনলাইন ব্যবস্থা শতভাগ কার্যকর হলে দুর্নীতির পথ অনেকাংশে বন্ধ হবে। অথচ, যারা দুর্নীতি থেকে সুবিধা নেয়, তারা এটিকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে।”

ড. ইউনূস বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের দুর্নীতি মুক্ত দেখতে চায়। কারণ, দুর্নীতির কারণে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের ব্যক্তিগত লাভের চিন্তা বাদ দিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”

মানব পাচারের প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে আমাদের বহু নারী অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে। নকল সনদ দিয়ে চাকরির নামে তাদের বিদেশে পাঠানো হচ্ছে। মানব পাচারের মতো ভয়াবহ অপরাধে আমাদের প্রশাসন কতটা কার্যকরভাবে কাজ করছে, সেটি এখন প্রশ্নবিদ্ধ।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের আত্মমর্যাদা রক্ষা করতে হলে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। সিঙ্গাপুর, ইউরোপীয় দেশগুলো পারলে আমরা কেন পারব না? প্রতিজ্ঞা করতে হবে আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হবো।”

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

দুর্নীতি আমাদের ধ্বংস করছে, এখনই রুখতে হবে: ড. ইউনূস

আপডেট সময় ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ ভয়াবহ দুর্নীতির জালে আটকে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “দুর্নীতি আমাদের সব সম্ভাবনা গ্রাস করছে। যদি আমরা এখান থেকে বের হতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।”

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের তারুণ্য, প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা থাকলেও এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা দুর্নীতি। সততা ও শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভালোভাবেই জানেন, দুর্নীতি কোথায়, কীভাবে হচ্ছে। এটি বন্ধ করা ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই।”

তিনি অনলাইনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রশাসনের বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অনলাইন ব্যবস্থা শতভাগ কার্যকর হলে দুর্নীতির পথ অনেকাংশে বন্ধ হবে। অথচ, যারা দুর্নীতি থেকে সুবিধা নেয়, তারা এটিকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে।”

ড. ইউনূস বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের দুর্নীতি মুক্ত দেখতে চায়। কারণ, দুর্নীতির কারণে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের ব্যক্তিগত লাভের চিন্তা বাদ দিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”

মানব পাচারের প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে আমাদের বহু নারী অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে। নকল সনদ দিয়ে চাকরির নামে তাদের বিদেশে পাঠানো হচ্ছে। মানব পাচারের মতো ভয়াবহ অপরাধে আমাদের প্রশাসন কতটা কার্যকরভাবে কাজ করছে, সেটি এখন প্রশ্নবিদ্ধ।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের আত্মমর্যাদা রক্ষা করতে হলে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। সিঙ্গাপুর, ইউরোপীয় দেশগুলো পারলে আমরা কেন পারব না? প্রতিজ্ঞা করতে হবে আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হবো।”