০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

দুর্নীতি আমাদের ধ্বংস করছে, এখনই রুখতে হবে: ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 77

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ভয়াবহ দুর্নীতির জালে আটকে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “দুর্নীতি আমাদের সব সম্ভাবনা গ্রাস করছে। যদি আমরা এখান থেকে বের হতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।”

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের তারুণ্য, প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা থাকলেও এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা দুর্নীতি। সততা ও শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভালোভাবেই জানেন, দুর্নীতি কোথায়, কীভাবে হচ্ছে। এটি বন্ধ করা ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই।”

তিনি অনলাইনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রশাসনের বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অনলাইন ব্যবস্থা শতভাগ কার্যকর হলে দুর্নীতির পথ অনেকাংশে বন্ধ হবে। অথচ, যারা দুর্নীতি থেকে সুবিধা নেয়, তারা এটিকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে।”

ড. ইউনূস বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের দুর্নীতি মুক্ত দেখতে চায়। কারণ, দুর্নীতির কারণে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের ব্যক্তিগত লাভের চিন্তা বাদ দিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”

মানব পাচারের প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে আমাদের বহু নারী অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে। নকল সনদ দিয়ে চাকরির নামে তাদের বিদেশে পাঠানো হচ্ছে। মানব পাচারের মতো ভয়াবহ অপরাধে আমাদের প্রশাসন কতটা কার্যকরভাবে কাজ করছে, সেটি এখন প্রশ্নবিদ্ধ।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের আত্মমর্যাদা রক্ষা করতে হলে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। সিঙ্গাপুর, ইউরোপীয় দেশগুলো পারলে আমরা কেন পারব না? প্রতিজ্ঞা করতে হবে আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হবো।”

 

নিউজটি শেয়ার করুন

দুর্নীতি আমাদের ধ্বংস করছে, এখনই রুখতে হবে: ড. ইউনূস

আপডেট সময় ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ ভয়াবহ দুর্নীতির জালে আটকে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “দুর্নীতি আমাদের সব সম্ভাবনা গ্রাস করছে। যদি আমরা এখান থেকে বের হতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।”

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের তারুণ্য, প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা থাকলেও এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা দুর্নীতি। সততা ও শৃঙ্খলা বলে কিছু অবশিষ্ট নেই। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভালোভাবেই জানেন, দুর্নীতি কোথায়, কীভাবে হচ্ছে। এটি বন্ধ করা ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই।”

তিনি অনলাইনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, “প্রশাসনের বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অনলাইন ব্যবস্থা শতভাগ কার্যকর হলে দুর্নীতির পথ অনেকাংশে বন্ধ হবে। অথচ, যারা দুর্নীতি থেকে সুবিধা নেয়, তারা এটিকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে।”

ড. ইউনূস বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের দুর্নীতি মুক্ত দেখতে চায়। কারণ, দুর্নীতির কারণে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের ব্যক্তিগত লাভের চিন্তা বাদ দিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”

মানব পাচারের প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে আমাদের বহু নারী অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছে। নকল সনদ দিয়ে চাকরির নামে তাদের বিদেশে পাঠানো হচ্ছে। মানব পাচারের মতো ভয়াবহ অপরাধে আমাদের প্রশাসন কতটা কার্যকরভাবে কাজ করছে, সেটি এখন প্রশ্নবিদ্ধ।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমাদের আত্মমর্যাদা রক্ষা করতে হলে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে। সিঙ্গাপুর, ইউরোপীয় দেশগুলো পারলে আমরা কেন পারব না? প্রতিজ্ঞা করতে হবে আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হবো।”