শিরোনাম :
তেহরানে ট্রাইব্যুনালের বাইরে বন্দুকধারীর হামলা, নিহত দুই বিচারপতি
ইরানের রাজধানী তেহরানে ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীর হামলায় সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টার জানিয়েছে।
বিচার বিভাগের বিবৃতিতে জানানো হয়, হামলাকারী আদালতের বাইরে গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেন। নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি ও হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
বিচার বিভাগ নিহত বিচারকদের “সাহসী ও অভিজ্ঞ” বলে উল্লেখ করেছে। তবে হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।