০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা

জনতার বাংলাদেশ পার্টির আইনি নোটিশ: ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 139

ছবি সংগৃহীত

 

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে লিগ্যাল নোটিশ দিয়েছে জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি।

সেখানে বলা হয়েছে, গত ১৩ মার্চ এডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মোলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন।

বিজ্ঞাপন

“কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম ইলিয়াস কাঞ্চনের ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ-এর নাম প্রায় একইরূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তেমনি গণতন্ত্রের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।”

নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়া সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

“রাজনীতি দলগুলো কোন প্রকার হাসি তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে জনতার বাংলাদেশ পার্টি’র পক্ষ থেকে “জনতার পার্টি বাংলাদেশ” নামে দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসাথে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

 

নিউজটি শেয়ার করুন

জনতার বাংলাদেশ পার্টির আইনি নোটিশ: ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে পদক্ষেপ

আপডেট সময় ১০:১৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

 

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে লিগ্যাল নোটিশ দিয়েছে জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি।

সেখানে বলা হয়েছে, গত ১৩ মার্চ এডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মোলন করে জনতার বাংলাদেশ পার্টির আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন।

বিজ্ঞাপন

“কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম ইলিয়াস কাঞ্চনের ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে গঠিত নতুন দলটি ২৫ এপ্রিল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ-এর নাম প্রায় একইরূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তেমনি গণতন্ত্রের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।”

নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়া সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

“রাজনীতি দলগুলো কোন প্রকার হাসি তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে জনতার বাংলাদেশ পার্টি’র পক্ষ থেকে “জনতার পার্টি বাংলাদেশ” নামে দল গঠন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসাথে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।”