একুশে ফেব্রুয়ারি ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২১ ফেব্রুয়ারি শুক্রবার উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসী এবং যান চলাচলের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। দিবসটি সুশৃঙ্খলভাবে পালন এবং বিড়ম্বনা এড়াতে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য এই নির্দেশনা প্রদান করা হয়েছে। বুধবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত পৌনে ১টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনার সকলের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা জানাতে আসা নাগরিকরা ব্যাগ, কার্টুন বা দাহ্য পদার্থ বহন করতে পারবেন না। শ্রদ্ধা নিবেদন করতে চাইলে পায়ে হেঁটে চলাচলকারীরা পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং পরে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর দিয়ে বের হবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শহিদ মিনার এলাকায় যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিংয়ে যানচলাচল নিয়ন্ত্রণ (ডাইভারশন) থাকবে।
কেন্দ্রীয় শহিদ মিনার ও আশেপাশের ডাইভারশন পয়েন্ট ছাড়া গাড়ি চলাচলের জন্য নিচের সড়কগুলো নির্ধারিত করা হয়েছে:
কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চানখারপুল ক্রসিং
শাহবাগ ক্রসিং-কাঁটাবন ক্রসিং-বাটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড
শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং-কদমফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং
হাইকোর্ট ক্রসিং-বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং
শাহবাগ ক্রসিং-হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং-বাংলামোটর ক্রসিং-সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং
বকশীবাজার ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ নির্ধারণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং পর্যন্ত সাধারণ জনগণের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত করা হয়েছে।