ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় এক কোটির চোরাই পণ্য জব্দ যশোর-চুয়াডাঙ্গা রুটে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা সিরাজগঞ্জে মাত্র ২ মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, লণ্ডভণ্ড ৪ গ্রাম চাকরি না পেয়ে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে রাজবাড়ীর এনামুল হক সজিবের সাফল্য যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ইসি কোম্পানীগঞ্জে জোয়ারের পানিতে ভেসে এলো যুবকের মরদেহ পাসপোর্ট সংশোধনে প্রবাসীদের দক্ষিণ কোরিয়া দূতাবাসের জরুরি নির্দেশনা বিদ্যুৎখাত সংক্রান্ত সব ধরনের চুক্তি পুনরায় পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষাঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে: ধর্ম উপদেষ্টা

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে প্রকাশ্যে হত্যা করা ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালোকে একদল লোক সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি রাজনীতি থেকে দূরে সরে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর ওয়ারী এলাকায় বসবাস করতেন তিনি।

তার ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছে পুরো পরিবার।

এদিকে, প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ড ঘিরে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক বিরোধ কিংবা রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ উদঘাটন হবে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির পাশাপাশি ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ নানা তথ্য সংগ্রহ করছে। সোহাগ হত্যা মামলাটি এখন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

 

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে প্রকাশ্যে হত্যা করা ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালোকে একদল লোক সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি রাজনীতি থেকে দূরে সরে গিয়ে ভাঙারির ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর ওয়ারী এলাকায় বসবাস করতেন তিনি।

তার ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছে পুরো পরিবার।

এদিকে, প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ড ঘিরে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক বিরোধ কিংবা রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ উদঘাটন হবে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির পাশাপাশি ভিডিও ফুটেজ বিশ্লেষণসহ নানা তথ্য সংগ্রহ করছে। সোহাগ হত্যা মামলাটি এখন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।