ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে এসএসসি-সমমান পরীক্ষায় পাস করেনি ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাহাড় ধ্বসে আশঙ্কায় বান্দরবানের ৯০টি রিসোর্ট বন্ধ মানিকগঞ্জে সাপের কামড়ে মৃত্যু নয়, গাফিলতিতেই গেল ৬ বছরের মুন্নির প্রাণ

চট্টগ্রামের গিরিপথে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মেলখুম গিরিপথে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৯ জুলাই) বিকেলে উদ্ধারকারী দল মেলখুম গিরিপথ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) এবং ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। তারা দুজনই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আহত তিনজন হলেন মো. মিরাজ, রায়হান ও সায়েম।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। পরে স্থানীয় আরও দুই তরুণ তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও তারা আর ফিরে না আসায়, বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।

বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

আহত সায়েম বলেন, “প্রথমে হৃদয় পা পিছলে নিচে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে গালিবও পড়ে যান। তারপর পানির প্রবল স্রোতে তারা নিখোঁজ হয়ে যান। আমি ও স্থানীয় দুইজন সারারাত তাদের খোঁজ করি, কিন্তু পাইনি।”

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু সিংহ জানান, “আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।”

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, “সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।”

এদিকে বুধবার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শাহিন চত্বরে নিহত দুই শিক্ষার্থীর জানাযা শেষে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের গিরিপথে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, আহত ৩

আপডেট সময় ১০:৫৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মেলখুম গিরিপথে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৯ জুলাই) বিকেলে উদ্ধারকারী দল মেলখুম গিরিপথ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) এবং ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। তারা দুজনই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আহত তিনজন হলেন মো. মিরাজ, রায়হান ও সায়েম।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। পরে স্থানীয় আরও দুই তরুণ তাদের সঙ্গে যোগ দেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও তারা আর ফিরে না আসায়, বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।

বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

আহত সায়েম বলেন, “প্রথমে হৃদয় পা পিছলে নিচে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে গালিবও পড়ে যান। তারপর পানির প্রবল স্রোতে তারা নিখোঁজ হয়ে যান। আমি ও স্থানীয় দুইজন সারারাত তাদের খোঁজ করি, কিন্তু পাইনি।”

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু সিংহ জানান, “আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।”

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, “সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।”

এদিকে বুধবার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শাহিন চত্বরে নিহত দুই শিক্ষার্থীর জানাযা শেষে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।