০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES চীন সফর শেষে দেশে ফিরেছেন কিম জং উন প্রথমবারের মতো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দামেস্ক বিশ্ববিদ্যালয় নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ জন নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার ইসরায়েলের গোপন ডিমোনা পারমাণবিক কেন্দ্রে নতুন স্থাপনা নির্মাণ ব্রাজিলের কাছে পাত্তাই পেল না চিলি, দাপুটে জয় সেলেসাওদের আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ জনগণের জন্য বাংলাদেশ সরকারের জরুরী ত্রাণ সহায়তা প্রেরণ

দিনাজপুরে লিচুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 76

ছবি সংগৃহীত

 

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বেলডাঙ্গা মোড়ে লিচুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (২৩) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক মুমিন (৩৮)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাসেল মণ্ডলের ছেলে। আহত ট্রাকচালক মুমিন একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লিচু বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আসাদ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বেলডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচণ্ড ধাক্কায় ট্রাকচালক ও তাঁর সহকারী গুরুতরভাবে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম জানান, আব্দুল হামিদ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তাঁর বুক ও মাথায় মারাত্মক আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আহত ট্রাকচালক মুমিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মমতাজুল হক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এই সড়ক দুর্ঘটনা আবারও মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও নিয়ন্ত্রণহীন গতির বিপজ্জনক দিকটি সামনে নিয়ে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যান চলাচলে নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে লিচুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০৮:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বেলডাঙ্গা মোড়ে লিচুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ (২৩) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক মুমিন (৩৮)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাসেল মণ্ডলের ছেলে। আহত ট্রাকচালক মুমিন একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লিচু বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আসাদ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বেলডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচণ্ড ধাক্কায় ট্রাকচালক ও তাঁর সহকারী গুরুতরভাবে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম জানান, আব্দুল হামিদ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তাঁর বুক ও মাথায় মারাত্মক আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আহত ট্রাকচালক মুমিনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মমতাজুল হক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এই সড়ক দুর্ঘটনা আবারও মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও নিয়ন্ত্রণহীন গতির বিপজ্জনক দিকটি সামনে নিয়ে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যান চলাচলে নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।