ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি ইরানে সুন্নি হামলায় নিহত ৫ গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আইন ও সালিশ কেন্দ্রের ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা,অনাহারে গাজা আধুনিক হুমকি এআই,অস্ত্রের চেয়েও ভয়াবহ

বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

বরিশাল মহানগরীতে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের হামলায় গণ অধিকার পরিষদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ মে) দুপুরে নগরীর ফকিরবাড়ি কালীবাড়ী রোডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন অভিযোগ করেন, জাপা চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা। মিছিল থেকে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামায়াত ও এনসিপিবির বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়।

তিনি জানান, ওই সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসব উসকানিমূলক স্লোগান বন্ধ করতে বললে জাপার নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় বরিশাল মহানগর ও জেলা শাখার ১০ থেকে ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের মধ্যে অনেককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান আল মামুন বলেন, “আওয়ামী লীগের দোসররা এখনো সেই চরিত্রেই রয়ে গেছে। জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের বিকল্প রূপ। জি এম কাদের ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে জাতীয় পার্টির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করার দাবি জানাচ্ছি।”

ঘটনার বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্তে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণার প্রস্তুতি চলছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে দলটির নেতারা সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত

আপডেট সময় ০৮:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

বরিশাল মহানগরীতে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের হামলায় গণ অধিকার পরিষদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ মে) দুপুরে নগরীর ফকিরবাড়ি কালীবাড়ী রোডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন অভিযোগ করেন, জাপা চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা। মিছিল থেকে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামায়াত ও এনসিপিবির বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়।

তিনি জানান, ওই সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসব উসকানিমূলক স্লোগান বন্ধ করতে বললে জাপার নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় বরিশাল মহানগর ও জেলা শাখার ১০ থেকে ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের মধ্যে অনেককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান আল মামুন বলেন, “আওয়ামী লীগের দোসররা এখনো সেই চরিত্রেই রয়ে গেছে। জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের বিকল্প রূপ। জি এম কাদের ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে জাতীয় পার্টির রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করার দাবি জানাচ্ছি।”

ঘটনার বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্তে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণার প্রস্তুতি চলছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে দলটির নেতারা সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন।

ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।