ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা ঢাবি ভিসিকে দোষী দেখিয়ে মূল সত্য আড়াল করার পাঁয়তারা: সারজিসের অভিযোগ চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন দিগন্ত সম্ভব নয়: ড. ইউনূস শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ড: সোহরাওয়ার্দী উদ্যান এখন ‘অপরাধের স্বর্গরাজ্য’: হাসনাত আব্দুল্লাহ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা ট্রাম্প করেনি: ভারতের স্পষ্ট বার্তা টাইগারদের আরব আমিরাত সফর শুরু, পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা চট্টগ্রাম বন্দর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, আলোচনার মাঝেই উত্তেজনা বৃদ্ধি

সারাদেশে অনলাইনে এনআইডি সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 13

ছবি সংগৃহীত

 

সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে এনআইডি সার্ভারে প্রবেশে জটিলতা দেখা দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, এনআইডি সার্ভারে লগইনের সময় নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হয়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সার্ভার সেই ওটিপি পাঠাচ্ছে না, ফলে কর্মকর্তারা নির্দিষ্ট সার্ভারে প্রবেশ করতে পারছেন না। এর ফলে সারা দেশে এনআইডি সংক্রান্ত অনলাইন সেবা বন্ধ রয়েছে।

তবে তিনি জানান, এনআইডি কার্যালয়গুলোতে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম অব্যাহত আছে। শুধুমাত্র সার্ভার-ভিত্তিক সেবা যেমন এনআইডি সংশোধন, নতুন আবেদন বা অনলাইনে তথ্য যাচাইয়ের মতো কাজগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রযুক্তিগত এই সমস্যাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কারিগরি দল খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মহাপরিচালক হুমায়ুন কবীর। তিনি আরও জানান, সমস্যার মূল কারণ খুঁজে বের করে দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। সমস্যা সমাধান হলে অনলাইন সেবা স্বাভাবিকভাবে চালু হবে।

সেবাপ্রার্থীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেবা চালুর পর তাৎক্ষণিকভাবে জনসাধারণকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, এনআইডি সেবার ওপর অনেক সরকারি ও বেসরকারি খাত নির্ভর করে থাকে। ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পাসপোর্ট, জন্ম নিবন্ধনসহ নানা ক্ষেত্রে এনআইডি তথ্য যাচাই প্রয়োজন হয়। ফলে সার্ভার সমস্যার কারণে এই সকল খাতে সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনগণের গুরুত্বপূর্ণ এই সেবাটি দ্রুত সচল করার লক্ষ্যে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে অনলাইনে এনআইডি সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৩:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে এনআইডি সার্ভারে প্রবেশে জটিলতা দেখা দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, এনআইডি সার্ভারে লগইনের সময় নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হয়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সার্ভার সেই ওটিপি পাঠাচ্ছে না, ফলে কর্মকর্তারা নির্দিষ্ট সার্ভারে প্রবেশ করতে পারছেন না। এর ফলে সারা দেশে এনআইডি সংক্রান্ত অনলাইন সেবা বন্ধ রয়েছে।

তবে তিনি জানান, এনআইডি কার্যালয়গুলোতে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম অব্যাহত আছে। শুধুমাত্র সার্ভার-ভিত্তিক সেবা যেমন এনআইডি সংশোধন, নতুন আবেদন বা অনলাইনে তথ্য যাচাইয়ের মতো কাজগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে।

প্রযুক্তিগত এই সমস্যাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কারিগরি দল খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মহাপরিচালক হুমায়ুন কবীর। তিনি আরও জানান, সমস্যার মূল কারণ খুঁজে বের করে দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। সমস্যা সমাধান হলে অনলাইন সেবা স্বাভাবিকভাবে চালু হবে।

সেবাপ্রার্থীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেবা চালুর পর তাৎক্ষণিকভাবে জনসাধারণকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, এনআইডি সেবার ওপর অনেক সরকারি ও বেসরকারি খাত নির্ভর করে থাকে। ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, পাসপোর্ট, জন্ম নিবন্ধনসহ নানা ক্ষেত্রে এনআইডি তথ্য যাচাই প্রয়োজন হয়। ফলে সার্ভার সমস্যার কারণে এই সকল খাতে সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনগণের গুরুত্বপূর্ণ এই সেবাটি দ্রুত সচল করার লক্ষ্যে কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।