ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তুরস্ক বিশ্ব রাজনীতিতে ‘পাকা খেলোয়াড়’ : এরদোয়ান মির্জা ফখরুলের সুস্থতা কামনা করলেন জামায়াত আমির বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন: নতুন নাম বাংলাদেশ স্যাটেলাইট-১ মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির দুই কর্মসূচি শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড: তালাবদ্ধ সিঁড়ির ফাঁদে চারজনের মৃত্যু রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন: নীতিমালার প্রয়োজনীয়তা নিয়ে হাইকোর্টের রুল ইউক্রেনকে রক্ষা করতে যুক্তরাজ্যের ‘কোয়ালিশন অব উইলিং’ জোট গড়ার আহ্বান ইউক্রেনের পাশে ইউরোপ, স্টারমারের চার দফা কর্মসূচি: নতুন জোট গঠনের পরিকল্পনা লা লিগার শীর্ষে বার্সা, প্রিমিয়ার লিগের মুকুটের খুব কাছে লিভারপুল

ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের চেষ্টা থেমে নেই। তারা এখনো দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।’’

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘‘যখন সরকার গঠন হয়েছিল, তখন আমি কখনো ভাবিনি যে আমি দেশের প্রধান হব। এমন একটি দেশে, যেখানে সবকিছু এলোমেলো, তখন আমাদের কাজ ছিল ধ্বংসস্তূপের মধ্যে থেকে নতুন সম্ভাবনা বের করা। আমাদের প্রধান লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবন সহজ করা।’’

ড. ইউনূস বলেন, ‘‘এই দেশটি গত ১৬ বছর কোনো উন্নতি করতে পারেনি। তিনটি নির্বাচনের পরেও ভোটারের কোনো দেখা নেই। দুর্নীতি এবং ব্যর্থতার মাঝে আমাদের কাজ ছিল সংস্কারের মাধ্যমে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা।’’
অন্তর্বর্তী সরকার অর্থনীতি সহজ করাসহ দেশ-বিদেশে আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি। ‘‘আমরা সারা বিশ্বে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা কোনো প্রশ্নের বিষয় নয়। দেশের মানুষেরও আমাদের ওপর আস্থা রয়েছে।’’

রাজনৈতিক দলের মধ্যে ফাটল নিয়ে তিনি বলেন, ‘‘রাজনৈতিক বক্তব্যের মাঝে কিছু পার্থক্য থাকলেও, এর মানে এই নয় যে ঐক্যের মাঝে ফাটল ধরেছে।’’ ছাত্রদের রাজনৈতিক দলের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার তাদের কোনো সাহায্য প্রদান করে না। যারা রাজনীতি করতে চায়, তারা ইস্তফা দিয়ে বাইরে চলে গেছে।’’

সেনাবাহিনীর সহযোগিতা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘‘সেনাবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আমি তাদের সমর্থন জানাই।’’ ড. ইউনূস স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপন্ন হওয়ার বিষয়ে বলেন, ‘‘এটা সবসময় একটি হুমকি হয়ে থাকে। একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেলেও তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে, এই বিপদ সবসময় আমাদের সামনে রয়েছে।’’

এদিকে, সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূস: ‘‘ একটি পলাতক দল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে’’

আপডেট সময় ০১:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের চেষ্টা থেমে নেই। তারা এখনো দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।’’

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘‘যখন সরকার গঠন হয়েছিল, তখন আমি কখনো ভাবিনি যে আমি দেশের প্রধান হব। এমন একটি দেশে, যেখানে সবকিছু এলোমেলো, তখন আমাদের কাজ ছিল ধ্বংসস্তূপের মধ্যে থেকে নতুন সম্ভাবনা বের করা। আমাদের প্রধান লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবন সহজ করা।’’

ড. ইউনূস বলেন, ‘‘এই দেশটি গত ১৬ বছর কোনো উন্নতি করতে পারেনি। তিনটি নির্বাচনের পরেও ভোটারের কোনো দেখা নেই। দুর্নীতি এবং ব্যর্থতার মাঝে আমাদের কাজ ছিল সংস্কারের মাধ্যমে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা।’’
অন্তর্বর্তী সরকার অর্থনীতি সহজ করাসহ দেশ-বিদেশে আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি। ‘‘আমরা সারা বিশ্বে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা কোনো প্রশ্নের বিষয় নয়। দেশের মানুষেরও আমাদের ওপর আস্থা রয়েছে।’’

রাজনৈতিক দলের মধ্যে ফাটল নিয়ে তিনি বলেন, ‘‘রাজনৈতিক বক্তব্যের মাঝে কিছু পার্থক্য থাকলেও, এর মানে এই নয় যে ঐক্যের মাঝে ফাটল ধরেছে।’’ ছাত্রদের রাজনৈতিক দলের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার তাদের কোনো সাহায্য প্রদান করে না। যারা রাজনীতি করতে চায়, তারা ইস্তফা দিয়ে বাইরে চলে গেছে।’’

সেনাবাহিনীর সহযোগিতা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ‘‘সেনাবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আমি তাদের সমর্থন জানাই।’’ ড. ইউনূস স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপন্ন হওয়ার বিষয়ে বলেন, ‘‘এটা সবসময় একটি হুমকি হয়ে থাকে। একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেলেও তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তবে, এই বিপদ সবসময় আমাদের সামনে রয়েছে।’’

এদিকে, সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।