ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের প্রয়াণ, দলজুড়ে শোক

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দলের একজন বর্ষীয়ান নেতা হিসেবে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তাঁর থাকার কথা ছিল। তবে তাঁর আকস্মিক মৃত্যুতে সেই সমাবেশ স্থগিত করা হয়েছে।

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা বলেন, ‘জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

পরিবার ও দলের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের প্রয়াণ, দলজুড়ে শোক

আপডেট সময় ১০:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দলের একজন বর্ষীয়ান নেতা হিসেবে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তাঁর থাকার কথা ছিল। তবে তাঁর আকস্মিক মৃত্যুতে সেই সমাবেশ স্থগিত করা হয়েছে।

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা বলেন, ‘জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

পরিবার ও দলের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।