ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সকল পাবলিক পরীক্ষার খাতা দেখা থেকে ৮ শিক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা

বুয়েট শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ: আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়নে তীব্র প্রতিবাদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পলায়নের ঘটনায় বিক্ষোভে ফুঁসছে বুয়েট ক্যাম্পাস। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন, যা পলাশী মোড় ও ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন‘ফাঁসির দড়ি ঝুলাই দে, সব খুনিদের গর্দানে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ নানা প্রতিবাদী বক্তব্য।

পরে মধ্যরাতে রাজু ভাস্কর্যে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল শুনানির শেষাংশে বিচারপতি জানান, মুনতাসির আল জেমি গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক। এর ফলে তার পক্ষে কোনো আইনজীবী লড়ছেন না। শিক্ষার্থীদের দাবি, এটি শহীদ আবরার ফাহাদের প্রতি চরম প্রতারণা ও দেশের বিচারব্যবস্থার জন্য কলঙ্কজনক।

বুয়েট শিক্ষার্থীদের লিখিত বক্তব্যে বলা হয়, “ফাঁসির আসামিদের রাখা হয় কঠোর নিরাপত্তার কনডেম সেলে। তাহলে কিভাবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালাতে পারে? এটি ন্যক্কারজনক এবং শহীদ আবরারের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তারা আরও জানান, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী মুনতাসিরসহ ছাত্রলীগের একদল সন্ত্রাসী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সরকারের প্রতি দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দায় এড়াতে পারে না। দ্রুত পলাতক মুনতাসিরকে গ্রেপ্তার ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে হবে।” সংবাদ সম্মেলনে আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “আমার ভাইয়ের খুনির পলায়নের দায় রাষ্ট্র এড়াতে পারে না। এটি সরকারের জন্য লজ্জাজনক। আমরা টালবাহানা নয়, দ্রুত গ্রেপ্তার চাই।”

শিক্ষার্থীদের হুঁশিয়ারি, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে।

নিউজটি শেয়ার করুন

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা

বুয়েট শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ: আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়নে তীব্র প্রতিবাদ

আপডেট সময় ১০:১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পলায়নের ঘটনায় বিক্ষোভে ফুঁসছে বুয়েট ক্যাম্পাস। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন, যা পলাশী মোড় ও ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন‘ফাঁসির দড়ি ঝুলাই দে, সব খুনিদের গর্দানে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’সহ নানা প্রতিবাদী বক্তব্য।

পরে মধ্যরাতে রাজু ভাস্কর্যে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল শুনানির শেষাংশে বিচারপতি জানান, মুনতাসির আল জেমি গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক। এর ফলে তার পক্ষে কোনো আইনজীবী লড়ছেন না। শিক্ষার্থীদের দাবি, এটি শহীদ আবরার ফাহাদের প্রতি চরম প্রতারণা ও দেশের বিচারব্যবস্থার জন্য কলঙ্কজনক।

বুয়েট শিক্ষার্থীদের লিখিত বক্তব্যে বলা হয়, “ফাঁসির আসামিদের রাখা হয় কঠোর নিরাপত্তার কনডেম সেলে। তাহলে কিভাবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালাতে পারে? এটি ন্যক্কারজনক এবং শহীদ আবরারের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তারা আরও জানান, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী মুনতাসিরসহ ছাত্রলীগের একদল সন্ত্রাসী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সরকারের প্রতি দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দায় এড়াতে পারে না। দ্রুত পলাতক মুনতাসিরকে গ্রেপ্তার ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে হবে।” সংবাদ সম্মেলনে আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “আমার ভাইয়ের খুনির পলায়নের দায় রাষ্ট্র এড়াতে পারে না। এটি সরকারের জন্য লজ্জাজনক। আমরা টালবাহানা নয়, দ্রুত গ্রেপ্তার চাই।”

শিক্ষার্থীদের হুঁশিয়ারি, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে।