রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ
রংপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের প্রতিবাদে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে গৃহীত সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে, তারা সড়ক অবরোধসহ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। এতে রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রংপুর মেডিকেল মোড়ে এই কর্মসূচি শুরু হয়। রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ইন্টার্ন চিকিৎসকরা এতে অংশ নেন। তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না।
২. বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হোক।
৩. ম্যাটস শিক্ষার্থীদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা হোক।
৪. ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা এবং শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের ওষুধ লেখার অধিকার প্রদান করা হোক।
৫. ফার্মেসি থেকে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি না করার দাবি।
এছাড়া, তারা স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট সমাধানের জন্য দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়ার পাশাপাশি, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিকসে প্রবেশের মাধ্যমে এই প্রতিষ্ঠান বন্ধ করার দাবি জানিয়েছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘চিকিৎসক সুরক্ষা আইন’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এদিনের প্রতিবাদ কর্মসূচি রংপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।