ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পেন্টাগনে ৫,৪০০ কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশ গঠনে সবার ঐক্য দরকার: মির্জা ফখরুল ট্রাম্পের নতুন পরিকল্পনা: অবৈধ অভিবাসীদের সামরিক ঘাঁটিতে আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি: স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কমলগঞ্জে হলুদ ফুলকপির চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি, চাষিরা উপভোগ করছেন লাভের সাফল্য নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন: বিজিবির দাবি, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসা হোক স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি: জ্বালানি উপদেষ্টা বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে বিএসএমএমইউর নতুন পরিচিতি

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন নামের ব্যানার টানানো হয়েছে, যেখানে নতুন নাম হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখতে পান। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউ-তে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা এই নতুন নামের ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব জানান, নতুন নামের ব্যানার তিনি সকালে এসে দেখতে পান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় এ নামের পাশাপাশি আরও কিছু নাম রয়েছে, এবং নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান। আগামী ২-৩ দিনের মধ্যে এ বিষয়ে অফিসিয়াল সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনেক নাম প্রস্তাবনায় রয়েছে এবং ছাত্রদের সঙ্গে পরামর্শ করে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন প্রজ্ঞাপন শিগগিরই আসবে।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলেন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা। শুরুতে সি ব্লক ভবনে এবং পরে আরও একাধিক স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে বিএসএমএমইউর নতুন পরিচিতি

আপডেট সময় ০২:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন নামের ব্যানার টানানো হয়েছে, যেখানে নতুন নাম হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ব্লকের সামনে এসব ব্যানার দেখতে পান। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউ-তে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা এই নতুন নামের ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব জানান, নতুন নামের ব্যানার তিনি সকালে এসে দেখতে পান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় এ নামের পাশাপাশি আরও কিছু নাম রয়েছে, এবং নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান। আগামী ২-৩ দিনের মধ্যে এ বিষয়ে অফিসিয়াল সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনেক নাম প্রস্তাবনায় রয়েছে এবং ছাত্রদের সঙ্গে পরামর্শ করে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন প্রজ্ঞাপন শিগগিরই আসবে।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলেন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা। শুরুতে সি ব্লক ভবনে এবং পরে আরও একাধিক স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে ফেলা হয়।