ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

১০টি বাসের মুক্তি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

রাজধানীর বকশীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা পরিশোধের পর শিক্ষার্থীদের আটক করা মৌমিতা পরিবহনের ১০টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে মালিকপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসগুলো সরিয়ে নেয়।

এর আগে, গত ৮ জুলাই বকশীবাজারে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত বিনতে জুহুরের বাবা জহুরুল হক। দুর্ঘটনার পরদিন ক্ষতিপূরণের দাবিতে শিক্ষার্থীরা মৌমিতা পরিবহনের ১০টি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বাস মালিকপক্ষ। আলোচনায় শিক্ষার্থীরা ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। একাধিক দফা আলোচনার পর সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। মঙ্গলবার রাতে নগদ ৫ লাখ টাকা রিফাতের কাছে হস্তান্তর করে মালিকপক্ষ। পাশাপাশি আরও ৫ লাখ টাকা আগামী তিন মাসের মধ্যে ‘বাস কল্যাণ তহবিল’ থেকে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়।

রিফাতের সহপাঠীরা জানিয়েছেন, তাঁর ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার প্রয়োজনে পরিবার ঢাকায় অবস্থান করছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জহুরুল হকের মৃত্যুর ফলে পরিবারটি গভীর সংকটে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নগদ ৫ লাখ টাকা প্রদান করেছে এবং আরও ৫ লাখ টাকা পরিশেষে দেওয়ার অঙ্গীকার করেছে। ক্ষতিপূরণের টাকা রিফাতের হাতে তুলে দেওয়া হয়েছে।”

 

নিউজটি শেয়ার করুন

১০টি বাসের মুক্তি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষতিপূরণ নিয়ে সমঝোতা

আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

রাজধানীর বকশীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাবার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা পরিশোধের পর শিক্ষার্থীদের আটক করা মৌমিতা পরিবহনের ১০টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে মালিকপক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসগুলো সরিয়ে নেয়।

এর আগে, গত ৮ জুলাই বকশীবাজারে মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত বিনতে জুহুরের বাবা জহুরুল হক। দুর্ঘটনার পরদিন ক্ষতিপূরণের দাবিতে শিক্ষার্থীরা মৌমিতা পরিবহনের ১০টি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বাস মালিকপক্ষ। আলোচনায় শিক্ষার্থীরা ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। একাধিক দফা আলোচনার পর সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। মঙ্গলবার রাতে নগদ ৫ লাখ টাকা রিফাতের কাছে হস্তান্তর করে মালিকপক্ষ। পাশাপাশি আরও ৫ লাখ টাকা আগামী তিন মাসের মধ্যে ‘বাস কল্যাণ তহবিল’ থেকে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়।

রিফাতের সহপাঠীরা জানিয়েছেন, তাঁর ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার প্রয়োজনে পরিবার ঢাকায় অবস্থান করছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জহুরুল হকের মৃত্যুর ফলে পরিবারটি গভীর সংকটে পড়ে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নগদ ৫ লাখ টাকা প্রদান করেছে এবং আরও ৫ লাখ টাকা পরিশেষে দেওয়ার অঙ্গীকার করেছে। ক্ষতিপূরণের টাকা রিফাতের হাতে তুলে দেওয়া হয়েছে।”