ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শীর্ষ নেতৃত্বকে হেয় করতেই মিটফোর্ড হত্যাকাণ্ডকে ব্যবহার করা হচ্ছে: মির্জা ফখরুল ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের মূলহোতাসহ ৫ সদস্য আটক ভৈরবে বাসচাপায় বিভাটেকের চালক-যাত্রী নিহত, আহত আরও ২ তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী পাবনায় পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি চীনের সামরিক তৎপরতা ও খনিজ রপ্তানিতে উদ্বিগ্ন জাপান যশোরে দুটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের আইন পাস করলো ইরান ময়মনসিংহে বাড়ি থেকে একই পরিবারের মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

জগন্নাথ হল ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি বলেন, “মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

জানা গেছে, ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টাফ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জগন্নাথ হল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

জগন্নাথ হলের এক কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান তাকে ফোনে জানান যে, হলের ভেতরে রাস্তার পাশে একজন শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং আরও কয়েকজনের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সঞ্জয়ের মৃত্যু হয়।

মানিক কুমার দাস আরও জানান, “পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সঞ্জয় ভবন থেকে নিচে পড়ে গেছেন। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা না অন্য কিছু তা এখনো নিশ্চিত নয়।”

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সঞ্জয়ের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু কিভাবে ঘটলো, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্তের আহ্বান জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

জগন্নাথ হল ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১২:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ। তিনি বলেন, “মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

জানা গেছে, ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্টাফ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জগন্নাথ হল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

জগন্নাথ হলের এক কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান তাকে ফোনে জানান যে, হলের ভেতরে রাস্তার পাশে একজন শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং আরও কয়েকজনের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সঞ্জয়ের মৃত্যু হয়।

মানিক কুমার দাস আরও জানান, “পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সঞ্জয় ভবন থেকে নিচে পড়ে গেছেন। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা না অন্য কিছু তা এখনো নিশ্চিত নয়।”

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

সঞ্জয়ের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু কিভাবে ঘটলো, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্তের আহ্বান জানিয়েছেন অনেকেই।