০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

কুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 105

ছবি সংগৃহীত

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তুনু কর্মকার (২৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শান্তুনু কুয়েটের ২৩তম ব্যাচের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ঢাকার রাজারডেউরি এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে শান্তুনু বন্ধুদের সঙ্গে খানজাহান আলী হলের পাশে পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে সহপাঠীরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা শান্তুনুকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, “মৃত শিক্ষার্থীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

শান্তুনুর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের চোখে অশ্রু, ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে স্তব্ধতা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তুনু কর্মকার (২৩) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শান্তুনু কুয়েটের ২৩তম ব্যাচের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ঢাকার রাজারডেউরি এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে শান্তুনু বন্ধুদের সঙ্গে খানজাহান আলী হলের পাশে পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে সহপাঠীরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তারা শান্তুনুকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, “মৃত শিক্ষার্থীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

শান্তুনুর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের চোখে অশ্রু, ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে স্তব্ধতা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।