ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সংকট:
সাত দফা দাবিতে প্রতীকী অনশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শতভাগ আবাসিকতার দাবি পূরণে সাত দফা দাবিতে অবস্থান ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে এই কর্মসূচি চলে।
ছাত্রীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রীর জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা, দ্রুত গণরুম ব্যবস্থা বন্ধ করা, নতুন ছাত্রী হল নির্মাণের আগ পর্যন্ত অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং মূল ক্যাম্পাসের ভেতরে ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ।
আবাসন সংকট নিয়ে গত বছরও একাধিকবার আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। গত বছরের ১৫ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর মানববন্ধনের পর ২৯ ডিসেম্বর উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তাঁরা। তবুও সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় নতুন করে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তাঁরা শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, আবাসন সংকট নিরসনে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। সহ-উপাচার্য সাইমা হক বিদিশা প্রথম আলোকে বলেন, “আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ এবং বিদ্যমান হলগুলোর সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান কত দ্রুত হবে, সেটিই এখন দেখার বিষয়। তবে আন্দোলনরত ছাত্রীদের একাংশ জানিয়েছে, আশ্বাস নয়, তারা বাস্তব পদক্ষেপ দেখতে চান।