ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনায় কমিশন: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 63

ছবি সংগৃহীত

 

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে কমিশন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

সিইসি বলেন, “আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। সে অনুযায়ী, তফসিল ঘোষণা করতে হবে অন্তত দুই মাস আগে।”

ভোটার তালিকা হালনাগাদের প্রসঙ্গে তিনি জানান, এ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। তবে তিনি স্বীকার করেন, ভোটার তালিকা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। তার ভাষায়, “সংস্কার কমিশনের পরামর্শ অনুযায়ী জুন মাসে নির্বাচন সম্ভব, তবে সে ক্ষেত্রে ১৬ লাখ মৃত ভোটার বাদ না দিয়ে এবং নতুন ৩৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত না করেই নির্বাচন করতে হবে, যা বাস্তবসম্মত নয়।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের দৃষ্টিভঙ্গি থেকে মতামত দিয়েছে। তারা বিজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এটি একটি রাজনৈতিক বিষয়, যা নিয়ে বিতর্ক চলছে। নির্বাচন কমিশন সে বিতর্কে জড়াতে চায় না। আমরা চাই, আগে ভোটার তালিকা হালনাগাদ হোক, তারপর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে।”

ইসির প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে নির্বাচন আয়োজনের পরিকল্পনায় কমিশন: সিইসি

আপডেট সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

 

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে কমিশন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।

সিইসি বলেন, “আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। সে অনুযায়ী, তফসিল ঘোষণা করতে হবে অন্তত দুই মাস আগে।”

ভোটার তালিকা হালনাগাদের প্রসঙ্গে তিনি জানান, এ কার্যক্রম চলবে জুন পর্যন্ত। তবে তিনি স্বীকার করেন, ভোটার তালিকা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে। তার ভাষায়, “সংস্কার কমিশনের পরামর্শ অনুযায়ী জুন মাসে নির্বাচন সম্ভব, তবে সে ক্ষেত্রে ১৬ লাখ মৃত ভোটার বাদ না দিয়ে এবং নতুন ৩৫ লাখ ভোটার অন্তর্ভুক্ত না করেই নির্বাচন করতে হবে, যা বাস্তবসম্মত নয়।”

তিনি আরও বলেন, “স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের দৃষ্টিভঙ্গি থেকে মতামত দিয়েছে। তারা বিজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এটি একটি রাজনৈতিক বিষয়, যা নিয়ে বিতর্ক চলছে। নির্বাচন কমিশন সে বিতর্কে জড়াতে চায় না। আমরা চাই, আগে ভোটার তালিকা হালনাগাদ হোক, তারপর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে।”

ইসির প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী।