ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা

“নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার”: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ১৬ ফেব্রুয়ারি রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ মন্তব্য করেন। শাপলা হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে জেলা প্রশাসকদের সজাগ থাকতে হবে এবং বাজারদর নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এবারের ডিসি সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব উপস্থাপিত হচ্ছে, যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে ৩৪টি কার্য-অধিবেশন আকারে আলোচনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে এসব অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেবেন। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসি ও বিভাগীয় কমিশনাররা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া, সম্মেলনে খাদ্য, ভূমি, অর্থ, শিল্প, যোগাযোগ, শ্রম, কৃষি, পরিবেশ, সংস্কৃতি, ধর্ম, নির্বাচনী বিষয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা, শিক্ষা, আইন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগের সাথে আলোচনা হবে। পরবর্তীতে ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন করা হবে।

এ বছর, ডিসিদের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়নি, যা এক বিশেষ পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এ সম্মেলনটি বিশেষ গুরুত্ব লাভ করেছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ডিসি সম্মেলন হিসেবে চিহ্নিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা

“নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার”: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০৭:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ১৬ ফেব্রুয়ারি রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ মন্তব্য করেন। শাপলা হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে জেলা প্রশাসকদের সজাগ থাকতে হবে এবং বাজারদর নিয়ন্ত্রণের জন্য মাঠ পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এবারের ডিসি সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব উপস্থাপিত হচ্ছে, যা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে ৩৪টি কার্য-অধিবেশন আকারে আলোচনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সভাপতিত্বে এসব অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেবেন। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসি ও বিভাগীয় কমিশনাররা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া, সম্মেলনে খাদ্য, ভূমি, অর্থ, শিল্প, যোগাযোগ, শ্রম, কৃষি, পরিবেশ, সংস্কৃতি, ধর্ম, নির্বাচনী বিষয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা, শিক্ষা, আইন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগের সাথে আলোচনা হবে। পরবর্তীতে ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন করা হবে।

এ বছর, ডিসিদের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়নি, যা এক বিশেষ পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এ সম্মেলনটি বিশেষ গুরুত্ব লাভ করেছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ডিসি সম্মেলন হিসেবে চিহ্নিত হচ্ছে।