০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
শিরোনাম :
হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথি বাহিনীর অভিযান, আটক ২০ কর্মী হংকং বিমানবন্দরে বড় দুর্ঘটনা: সাগরে পড়ল কার্গো প্লেন, নিহত ২ কর্মী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য : আসিফ নজরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজারো মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। ভয়াবহ এই মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য ও অপরিহার্য। তিনি জানান, সেই বিচার প্রক্রিয়ার শুরু থেকেই সরকার অটল রয়েছে এবং এর অগ্রগতিতেও সন্তুষ্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা আরও জানান, ট্রাইব্যুনাল-২ এর নতুন ভবনের কাজ শেষ হয়েছে এবং অচিরেই সেখানে বিচার কার্যক্রম শুরু হবে। বর্তমান টিনশেড ভবন খালি হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা সম্ভব হবে, যা গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সহায়তা করবে। এ ছাড়া বিচারক, প্রসিকিউশন ও তদন্ত টিম আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অতীতের হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য।

এর আগে সকাল সাড়ে ৮টায় ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ শীর্ষ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য : আসিফ নজরুল

আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

 

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজারো মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। ভয়াবহ এই মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য ও অপরিহার্য। তিনি জানান, সেই বিচার প্রক্রিয়ার শুরু থেকেই সরকার অটল রয়েছে এবং এর অগ্রগতিতেও সন্তুষ্ট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা আরও জানান, ট্রাইব্যুনাল-২ এর নতুন ভবনের কাজ শেষ হয়েছে এবং অচিরেই সেখানে বিচার কার্যক্রম শুরু হবে। বর্তমান টিনশেড ভবন খালি হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা সম্ভব হবে, যা গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সহায়তা করবে। এ ছাড়া বিচারক, প্রসিকিউশন ও তদন্ত টিম আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অতীতের হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য।

এর আগে সকাল সাড়ে ৮টায় ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ শীর্ষ কর্মকর্তারা।