জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য : আসিফ নজরুল

- আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 7
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজারো মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। ভয়াবহ এই মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য ও অপরিহার্য। তিনি জানান, সেই বিচার প্রক্রিয়ার শুরু থেকেই সরকার অটল রয়েছে এবং এর অগ্রগতিতেও সন্তুষ্ট।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা আরও জানান, ট্রাইব্যুনাল-২ এর নতুন ভবনের কাজ শেষ হয়েছে এবং অচিরেই সেখানে বিচার কার্যক্রম শুরু হবে। বর্তমান টিনশেড ভবন খালি হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা সম্ভব হবে, যা গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সহায়তা করবে। এ ছাড়া বিচারক, প্রসিকিউশন ও তদন্ত টিম আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অতীতের হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই সরকারের লক্ষ্য।
এর আগে সকাল সাড়ে ৮টায় ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ শীর্ষ কর্মকর্তারা।