ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও এসএসসির ফল প্রকাশিত হচ্ছে দুই মাসেরও কম সময়ের মধ্যে: শিক্ষা উপদেষ্টা

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে হত্যা, গ্রেফতার ৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৯ জুলাই) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভোর ৫টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর (শেয়ালমারা) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আশরাফুল ইসলাম (৬০), তার ভাই মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুলের ছেলে আকবর আলী (২৮) ও ভাই বাবর আলী (১৯), মফিজুলের ছেলে মো. হানিফ (২৯) এবং রমজান আলী (২০)।

র‌্যাব জানায়, গত ৬ জুলাই বিকেলে জমি সংক্রান্ত একটি কাজ শেষে মনিরুল ইসলাম রাত ৯টার দিকে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তার পথরোধ করে। তারা মনিরুলের ওপর অতর্কিত হামলা চালায়।

হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। মনিরুল গালিগালাজ না করতে অনুরোধ করলেও আসামিরা তার মাথা, বুক, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে হত্যা, গ্রেফতার ৭

আপডেট সময় ০১:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

রাজশাহীর গোদাগাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৯ জুলাই) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভোর ৫টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর (শেয়ালমারা) এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আশরাফুল ইসলাম (৬০), তার ভাই মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুলের ছেলে আকবর আলী (২৮) ও ভাই বাবর আলী (১৯), মফিজুলের ছেলে মো. হানিফ (২৯) এবং রমজান আলী (২০)।

র‌্যাব জানায়, গত ৬ জুলাই বিকেলে জমি সংক্রান্ত একটি কাজ শেষে মনিরুল ইসলাম রাত ৯টার দিকে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তার পথরোধ করে। তারা মনিরুলের ওপর অতর্কিত হামলা চালায়।

হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। মনিরুল গালিগালাজ না করতে অনুরোধ করলেও আসামিরা তার মাথা, বুক, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।