চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাকের চাপায় ইজিবাইক ৩ আরোহী নিহত, আহত আরও ৪

- আপডেট সময় ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 4
চুয়াডাঙ্গা সদর উপজেলায় তেলবাহী একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় শিশুসহ আরও চারজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে সদর উপজেলার জাফরপুর এলাকায় বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটি স্থানীয় যাত্রী নিয়ে জাফরপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত চারজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাফরপুর এলাকার এই সড়কে ভারী যানবাহনের চাপ অনেক বেশি। পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।