০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের প্রত্যাশা: জার্মান রাষ্ট্রদূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 59

ছবি সংগৃহীত

 

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রসটারের মতে, জার্মানি আশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, “আমি এমন একটি দেশের প্রতিনিধি, যারা গণতন্ত্র ও নির্বাচনের স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা চাই বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক, যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং অংশগ্রহণ থাকবে সর্বস্তরের মানুষের।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হোক, এ কামনায় জার্মানি সবসময় পাশে থাকবে।”

এ সময় রাষ্ট্রদূত ট্রসটার বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানান, বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, “আলোচনায় জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। জামায়াতের পক্ষ থেকেও ভবিষ্যতে গণতন্ত্র ও জাতীয় অগ্রগতির স্বার্থে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা জানানো হয়।”

বৈঠকে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলেও জানান দলটির একাধিক সূত্র।

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জার্মান রাষ্ট্রদূতের এ সফরও তেমন এক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায় চায়, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় থাকুক, যাতে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা পায়।

এদিকে, জামায়াতে ইসলামীর সঙ্গে রাষ্ট্রদূতের এ বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের প্রত্যাশা: জার্মান রাষ্ট্রদূত

আপডেট সময় ০৩:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রসটারের মতে, জার্মানি আশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, “আমি এমন একটি দেশের প্রতিনিধি, যারা গণতন্ত্র ও নির্বাচনের স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা চাই বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক, যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং অংশগ্রহণ থাকবে সর্বস্তরের মানুষের।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হোক, এ কামনায় জার্মানি সবসময় পাশে থাকবে।”

এ সময় রাষ্ট্রদূত ট্রসটার বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানান, বৈঠকে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, “আলোচনায় জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। জামায়াতের পক্ষ থেকেও ভবিষ্যতে গণতন্ত্র ও জাতীয় অগ্রগতির স্বার্থে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা জানানো হয়।”

বৈঠকে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলেও জানান দলটির একাধিক সূত্র।

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জার্মান রাষ্ট্রদূতের এ সফরও তেমন এক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সম্প্রদায় চায়, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় থাকুক, যাতে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা পায়।

এদিকে, জামায়াতে ইসলামীর সঙ্গে রাষ্ট্রদূতের এ বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।