ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্ত্রাসী হামলা, আহত একাধিক সাংবাদিক

- আপডেট সময় ১২:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 4
পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ভয়াবহ হামলা চালিয়েছে স্থানীয় দখলবাজ সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা। বুধবার (২১ মে) রাতের অন্ধকারে চালানো এই পরিকল্পিত হামলায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন ও মফিজুল সাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। পুলিশ এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিআরইউ কার্যালয়ের সামনে থাকা ‘চেয়ারম্যান টি স্টল’ নামে একটি দোকানে প্রথমে হামলা চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নেয় হামলাকারীরা। এরপর দোকানটি ভেঙে তুলে নেয় জাকির গং। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডিআরইউ-এর সিনিয়র সদস্য মশিউর রহমান বলেন, “এই হামলা পূর্বপরিকল্পিত ছিল। হামলার খবর শুনে ডিআরইউ সভাপতি ঘটনাস্থলে গেলে তাকেও তারা বেধড়ক মারধর করে। জাকির, তার স্ত্রী, কন্যা, ভাগনে ও শতাধিক অনুসারী একযোগে আমাদের ওপর হামলা চালায়।”
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “জাকিরের লোকজন হঠাৎ করে আমাদের সদস্যদের ওপর চড়াও হয়। এর আগে তারা গরিব মানুষের একটি দোকান লুট করে নেয়। আমরা কারণ জানতে চাইলে আমাদের ওপরই হামলা চালানো হয়। রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে যে হামলা হয়েছে তা কাপুরুষতা ছাড়া কিছুই নয়। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবারই থানায় মামলা করা হবে। তিনি বলেন, “জাকির গং গত ১৬ বছর ধরে এলাকায় সন্ত্রাস ও নির্যাতন চালিয়ে আসছে। সাংবাদিকসহ সাধারণ মানুষ তাদের জুলুমের শিকার।”
ভুক্তভোগী দোকানদার আজিমের স্ত্রী জানান, “জাকিরের লোকজন আমাদের দোকানের সব মালামাল লুট করেছে, দোকান ভেঙে নিয়ে গেছে। তারা পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে অনেককে আহত করেছে। জাকির আমাদের জমি দখল করে সেখানে মাদক ব্যবসা চালাচ্ছে। আমরা এর বিচার চাই।”
এই ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।