০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
‘শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ’ পশ্চিম সিকিমের ইয়াংথাঙে ফের ভূমিধস, নিহত ৪ আলবেনিয়ায় প্রথমবারের মতো AI-চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত, আহত ৫ শোকের ছায়া জাকসুতে সহকারী অধ্যাপকের মৃ-ত্যু প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা গ্রাফটিং টমেটো চাষে নতুন সম্ভাবনা, বাহুবলে কৃষকদের সফলতা বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট ইউরোপীয় ইউনিয়ন ১৫০ বিলিয়ন SAFE প্রতিরক্ষা কর্মসূচিতে তুরস্ক-দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানালো ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম

শ্রীনগরে ধান কাটার কার্যক্রম উদ্বোধন করলেন কৃষি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 28

ছবি সংগৃহীত

 

আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজেই ধান কেটে মাড়াই কার্যক্রমের সূচনা করেন।

কৃষি উপদেষ্টা আরও জানান, আড়িয়াল বিলকে কেন্দ্র করে স্থানীয় খালগুলো পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। এতে করে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলাকার পরিবেশও সংরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা কঠোরভাবে বন্ধ করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে কৃষকের ধান কেনা সম্ভব হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি বন্ধ করা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দুর্নীতি বন্ধ হলে কৃষকও বাঁচবে, দেশও স্বনির্ভর হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্তসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃষি উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি উদ্যোগ এবং জনসচেতনতা বাড়ালে আড়িয়াল বিলের কৃষি ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

শ্রীনগরে ধান কাটার কার্যক্রম উদ্বোধন করলেন কৃষি উপদেষ্টা

আপডেট সময় ০৮:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি নিজেই ধান কেটে মাড়াই কার্যক্রমের সূচনা করেন।

কৃষি উপদেষ্টা আরও জানান, আড়িয়াল বিলকে কেন্দ্র করে স্থানীয় খালগুলো পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। এতে করে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলাকার পরিবেশও সংরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা কঠোরভাবে বন্ধ করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে কৃষকের ধান কেনা সম্ভব হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। দুর্নীতি বন্ধ করা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দুর্নীতি বন্ধ হলে কৃষকও বাঁচবে, দেশও স্বনির্ভর হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্তসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃষি উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সরকারি উদ্যোগ এবং জনসচেতনতা বাড়ালে আড়িয়াল বিলের কৃষি ও পরিবেশ উভয়ই সুরক্ষিত থাকবে।