০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59 ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন বিপিএলে দলের নাম ঠিক করে দেবে বিসিবি, করা যাবে না পরিবর্তন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮ কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না: নাহিদ ইসলাম
ছাদবাগানীদের জন্য উপকরণ ও জিও ব্যাগ প্রদান

ঢাকায় উত্তরা, নিকুঞ্জ ও বসুন্ধরায় ছাদবাগানীদের মধ্যে গুণগত মানের উদ্ভিদ উপকরণ ও জিও ব্যাগ বিতরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 120

ছবি সংগৃহীত

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫: ঢাকা শহরের উত্তরা, নিকুঞ্জ এবং বসুন্ধরা এলাকায় ৩০ জন ছাদবাগানীদের মধ্যে ৬৩০ টি উন্নতমানের ফল, সবজি এবং ওষুধি গাছের চারাসহ ৬৩০ টি জিও ব্যাগ বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার প্রোগ্রাম হর্টিকালচার ইনোভেশন ল্যাব ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউসিড্যাভিসএর তত্বাবধানে এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। এসব উপকরণ বিতরণের মাধ্যমে শহরের পরিবেশবান্ধব কৃষির চর্চা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে ছাদ বাগানীদের মাঝে আধুনিক চাষাবাদ কৌশল এবং সঠিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সহযোগী গবেষক ড. মাহমুদ হোসেন সুমন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, এবং পিএইচডি শিক্ষার্থী মোছাঃ লাজিনা বেগম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রজেক্ট এর মুখ্য গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন বলেন, “ঢাকার ছাদবাগানীরা বাগানের প্রতি আগ্রহী শহরে ছাদবাগানীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এই ধরনের উদ্যোগ শহরের পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি চর্চার জন্য গুরুত্বপূর্ণ।

এই কর্মসূচি থেকে ছাদবাগানীরা বিভিন্ন ধরনের গুণগত মানের উদ্ভিদ উপকরণ ও জিও ব্যাগ গ্রহণ করেন, যা তাদের শাকসবজি, ফলমূল এবং ফুলের চাষে সহায়তা করবে। ছাদবাগানীরা বলেন, “আমরা খুবই খুশি উন্নত মানের ফল এবং সবজি চারা পাচ্ছি। এতে করে আমাদের বাগানে ফলন বাড়বে এবং আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন এলাকার ছাদবাগানীরা এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে আরও উন্নতমানের সহায়তা পাবে তারা। এর মাধ্যমে শহরের খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের উন্নতিতে অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ছাদবাগানীদের জন্য উপকরণ ও জিও ব্যাগ প্রদান

ঢাকায় উত্তরা, নিকুঞ্জ ও বসুন্ধরায় ছাদবাগানীদের মধ্যে গুণগত মানের উদ্ভিদ উপকরণ ও জিও ব্যাগ বিতরণ

আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫: ঢাকা শহরের উত্তরা, নিকুঞ্জ এবং বসুন্ধরা এলাকায় ৩০ জন ছাদবাগানীদের মধ্যে ৬৩০ টি উন্নতমানের ফল, সবজি এবং ওষুধি গাছের চারাসহ ৬৩০ টি জিও ব্যাগ বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার প্রোগ্রাম হর্টিকালচার ইনোভেশন ল্যাব ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউসিড্যাভিসএর তত্বাবধানে এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। এসব উপকরণ বিতরণের মাধ্যমে শহরের পরিবেশবান্ধব কৃষির চর্চা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে ছাদ বাগানীদের মাঝে আধুনিক চাষাবাদ কৌশল এবং সঠিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সহযোগী গবেষক ড. মাহমুদ হোসেন সুমন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, এবং পিএইচডি শিক্ষার্থী মোছাঃ লাজিনা বেগম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রজেক্ট এর মুখ্য গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন বলেন, “ঢাকার ছাদবাগানীরা বাগানের প্রতি আগ্রহী শহরে ছাদবাগানীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং এই ধরনের উদ্যোগ শহরের পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি চর্চার জন্য গুরুত্বপূর্ণ।

এই কর্মসূচি থেকে ছাদবাগানীরা বিভিন্ন ধরনের গুণগত মানের উদ্ভিদ উপকরণ ও জিও ব্যাগ গ্রহণ করেন, যা তাদের শাকসবজি, ফলমূল এবং ফুলের চাষে সহায়তা করবে। ছাদবাগানীরা বলেন, “আমরা খুবই খুশি উন্নত মানের ফল এবং সবজি চারা পাচ্ছি। এতে করে আমাদের বাগানে ফলন বাড়বে এবং আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন এলাকার ছাদবাগানীরা এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে আরও উন্নতমানের সহায়তা পাবে তারা। এর মাধ্যমে শহরের খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের উন্নতিতে অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।