গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন
গাজীপুরের পূবাইল এলাকায় লরি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হায়দরাবাদ গ্রামের অটোচালক হানিফ মিয়া (৩৫) এবং মাজুখান এলাকার যাত্রী সাহেদ সাব্বির (২৫)। দুজনেই গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পূবাইলমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ঢাকাগামী একটি দ্রুতগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক হানিফ ও যাত্রী সাব্বিরের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, ‘দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই লরির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে, সড়কটির এই অংশে দ্রুতগতির যান চলাচল ও দুর্ঘটনার হার বাড়তে থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দাবি জানিয়েছেন, এই সড়কে গতিরোধক বসানো ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের।
এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল সড়ক নিরাপত্তা এবং বেপরোয়া চালনার বিষয়ে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোই হতে পারে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধের একমাত্র উপায়।