ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তি আলোচনার মধ্যেই রক্তাক্ত লড়াই: ইউক্রেন-রাশিয়া হামলা-পাল্টা হামলায় হতাহতের মিছিল জাতীয় নির্বাচনের আগে ৯ দফা সংস্কারে ইসির দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন ইসি সচিব ঈদে বাড়বে যৌথবাহিনীর তৎপরতা, অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষ বৈঠকের সম্ভাবনা, ইউনূস-মোদি বৈঠকে ঢাকার আগ্রহ, দিল্লির সাড়া প্রতীক্ষায়: পররাষ্ট্রসচিব স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা  বাংলাদেশে আসছে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে স্টারলিংক ইন্টারনেট: বাণিজ্যিক সম্প্রচারে বড় অগ্রগতি জীবদ্দশায় জাতীয় পুরস্কার প্রদানের নিয়ম চালু করার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান  গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরাসহ দুই সাংবাদিক নিহত: জিএমওর তীব্র নিন্দা ভুতুড়ে টিআরপিতে বিপাকে টিভি চ্যানেল, জবাবদিহির দাবি গণমাধ্যম কমিশনের তামিম ইকবাল ভাল আছেন, শঙ্কা কিছুটা কমলেও সতর্ক থাকতে বললেন চিকিৎসকেরা

গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

 

গাজীপুরের পূবাইল এলাকায় লরি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হায়দরাবাদ গ্রামের অটোচালক হানিফ মিয়া (৩৫) এবং মাজুখান এলাকার যাত্রী সাহেদ সাব্বির (২৫)। দুজনেই গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পূবাইলমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ঢাকাগামী একটি দ্রুতগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক হানিফ ও যাত্রী সাব্বিরের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, ‘দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই লরির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে, সড়কটির এই অংশে দ্রুতগতির যান চলাচল ও দুর্ঘটনার হার বাড়তে থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দাবি জানিয়েছেন, এই সড়কে গতিরোধক বসানো ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের।

এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল সড়ক নিরাপত্তা এবং বেপরোয়া চালনার বিষয়ে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোই হতে পারে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধের একমাত্র উপায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
৫০৮ বার পড়া হয়েছে

গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

 

গাজীপুরের পূবাইল এলাকায় লরি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাজুখান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হায়দরাবাদ গ্রামের অটোচালক হানিফ মিয়া (৩৫) এবং মাজুখান এলাকার যাত্রী সাহেদ সাব্বির (২৫)। দুজনেই গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পূবাইলমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ঢাকাগামী একটি দ্রুতগামী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক হানিফ ও যাত্রী সাব্বিরের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম জানান, ‘দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই লরির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে, সড়কটির এই অংশে দ্রুতগতির যান চলাচল ও দুর্ঘটনার হার বাড়তে থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দাবি জানিয়েছেন, এই সড়কে গতিরোধক বসানো ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নের।

এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল সড়ক নিরাপত্তা এবং বেপরোয়া চালনার বিষয়ে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোই হতে পারে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধের একমাত্র উপায়।