যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

- আপডেট সময় ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 26
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. শরীফ (২১) ও নিরব (১৫)। শরীফ শ্যামলী বাংলা পরিবহনের চালকের সহকারী এবং হালুয়াঘাট উপজেলার গাঙ্গিনারপাড় কড়ইকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে। নিরব আয়ান রিয়ান পরিবহনের চালকের সহকারী; সে ময়মনসিংহের কোতোয়ালি থানার পাটগুদাম এলাকার আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নেত্রকোনাগামী আয়ান রিয়ান পরিবহনের একটি বাস ভরাডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই হেলপার নিহত হন এবং অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ভরাডোবা এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজ চলছিল। ফলে উভয় দিকের যানবাহন ময়মনসিংহগামী লেন দিয়েই চলাচল করছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস উল্টো পথে গেলে ময়মনসিংহগামী আয়ান রিয়ান পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।