০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

পীরগঞ্জে বজ্রঘাতে কৃষকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 88

ছবি সংগৃহীত

 

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের মৃত সেজার উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে আব্দুস সালাম নিজ বাড়ির পাশে জমিতে আমন ধানের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে।

অকাল এই মৃত্যুতে পরিবার এবং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুস সালাম পেশায় কৃষক ছিলেন এবং এলাকার একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা জানান, তিনি প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন, এমন সময় প্রকৃতির এই রুদ্ররূপ কেড়ে নেয় তার প্রাণ।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে দেশে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে প্রাণহানির ঘটনাও বেড়েছে। বিশেষজ্ঞরা খোলা মাঠে কাজ করার সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে সহানুভূতি জানানো হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পীরগঞ্জে বজ্রঘাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৫:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের মৃত সেজার উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে আব্দুস সালাম নিজ বাড়ির পাশে জমিতে আমন ধানের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে।

অকাল এই মৃত্যুতে পরিবার এবং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুস সালাম পেশায় কৃষক ছিলেন এবং এলাকার একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা জানান, তিনি প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন, এমন সময় প্রকৃতির এই রুদ্ররূপ কেড়ে নেয় তার প্রাণ।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে দেশে বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে প্রাণহানির ঘটনাও বেড়েছে। বিশেষজ্ঞরা খোলা মাঠে কাজ করার সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে সহানুভূতি জানানো হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।