গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 4
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে দেওয়ালিয়াবাড়ি পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। পরিবারসহ তারা কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে জুনায়েদ ও মমিন। একপর্যায়ে তারা গভীর পানিতে চলে গিয়ে ডুবে যায়। তাদের সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
স্থানীয়রা জানান, যে পুকুরে তারা ডুবেছে সেটির কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি পাড় ঘেঁষে কোনো সতর্কতামূলক চিহ্নও দেওয়া ছিল না, যার কারণে প্রায়ই শিশুরা সেখানে খেলতে নেমে বিপদে পড়ে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত দুই কিশোরের পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পুকুরে সুরক্ষামূলক ব্যবস্থা ও সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানি না ঘটে।