০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুরে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

 

 

চাঁদপুরের সদর উপজেলার কর্দি পাঁচগাঁও গ্রামে মর্মান্তিক এক ঘটনায় বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- আব্দুর রব (৭০) এবং তার ছোট ছেলে মো. সায়েম (২৫)।

নিহতদের স্বজন আহমেদ কবির জানান, তার চাচা আব্দুর রব নিজ হাতে ঘরের বৈদ্যুতিক পাখা মেরামত করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বাবাকে বাঁচাতে ছুটে যান ছেলে সায়েম। কিন্তু তিনিও বিদ্যুতের ছোবল থেকে রেহাই পাননি। একসঙ্গে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হানিফ মাহমুদ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আব্দুর রব ও তার ছেলে সায়েম ভালো মানুষ ছিলেন, তারা কোনোদিন ভাবেননি এভাবে অকাল মৃত্যুর মুখে পড়তে হবে।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। অদক্ষভাবে বৈদ্যুতিক লাইনে হাত দিলে যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুরে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

চাঁদপুরের সদর উপজেলার কর্দি পাঁচগাঁও গ্রামে মর্মান্তিক এক ঘটনায় বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- আব্দুর রব (৭০) এবং তার ছোট ছেলে মো. সায়েম (২৫)।

নিহতদের স্বজন আহমেদ কবির জানান, তার চাচা আব্দুর রব নিজ হাতে ঘরের বৈদ্যুতিক পাখা মেরামত করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বাবাকে বাঁচাতে ছুটে যান ছেলে সায়েম। কিন্তু তিনিও বিদ্যুতের ছোবল থেকে রেহাই পাননি। একসঙ্গে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হানিফ মাহমুদ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আব্দুর রব ও তার ছেলে সায়েম ভালো মানুষ ছিলেন, তারা কোনোদিন ভাবেননি এভাবে অকাল মৃত্যুর মুখে পড়তে হবে।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। অদক্ষভাবে বৈদ্যুতিক লাইনে হাত দিলে যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।