ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের মণিপুরে দুর্বৃত্তদের গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির ফোনালাপ বিতর্কে সাময়িক বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী মারা গেছে। একই ঘটনায় আরিফ (৮) ও জোবায়ের (৮) নামে আরও দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া-পুডিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা আক্তার পাশের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে এবং দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ আরিফ একই গ্রামের হাবিব মিয়ার ছেলে এবং জোবায়ের মমতাজ মিয়ার ছেলে। তারা দুজনেই ওই মাদরাসার এফতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকালে ব্রহ্মপুত্রের এক পাড় থেকে শিক্ষার্থী ও সাধারণ যাত্রী বহনকারী একটি খেয়া নৌকা বাসিয়া-পুডিরঘাট এলাকায় পৌঁছানোর আগে হঠাৎ নদীর স্রোতে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা শাপলাকে মৃত অবস্থায় উদ্ধার করলেও আরিফ ও জোবায়েরের কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার সুপার মোখলেছুর রহমান বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনজনই আমাদের মাদরাসার শিক্ষার্থী। তাদের একজনের মরদেহ উদ্ধার হলেও দুজন এখনো নিখোঁজ।”

ঘটনার খবর পেয়ে পাগলা থানার ওসি ফেরদৌস আলম এবং গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আক্তারুল আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। ওসি ফেরদৌস আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।”

এদিকে নদীতে যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত খেয়া নৌকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নদীতে প্রবল স্রোত ও নৌকার ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে অনেকেই অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু

আপডেট সময় ০৪:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী মারা গেছে। একই ঘটনায় আরিফ (৮) ও জোবায়ের (৮) নামে আরও দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া-পুডিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাপলা আক্তার পাশের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে এবং দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ আরিফ একই গ্রামের হাবিব মিয়ার ছেলে এবং জোবায়ের মমতাজ মিয়ার ছেলে। তারা দুজনেই ওই মাদরাসার এফতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকালে ব্রহ্মপুত্রের এক পাড় থেকে শিক্ষার্থী ও সাধারণ যাত্রী বহনকারী একটি খেয়া নৌকা বাসিয়া-পুডিরঘাট এলাকায় পৌঁছানোর আগে হঠাৎ নদীর স্রোতে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা শাপলাকে মৃত অবস্থায় উদ্ধার করলেও আরিফ ও জোবায়েরের কোনো খোঁজ মেলেনি।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার সুপার মোখলেছুর রহমান বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনজনই আমাদের মাদরাসার শিক্ষার্থী। তাদের একজনের মরদেহ উদ্ধার হলেও দুজন এখনো নিখোঁজ।”

ঘটনার খবর পেয়ে পাগলা থানার ওসি ফেরদৌস আলম এবং গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আক্তারুল আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। ওসি ফেরদৌস আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।”

এদিকে নদীতে যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত খেয়া নৌকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নদীতে প্রবল স্রোত ও নৌকার ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে অনেকেই অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।