ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

মেঘনায় ভয়াবহ ট্রলারডুবি: ২৫ জন জীবিত উদ্ধার, নিখোঁজ এখনও ১৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 28

ছবি সংগৃহীত

 

 

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন ২৫ জন যাত্রী, তবে এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।

শনিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীর ডোবার চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নদীর করিম বাজার ঘাটের প্রায় ৩০ মিটার আগে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

তিনি জানান, ট্রলারটি ভাসানচর থেকে যাত্রী নিয়ে করিম বাজার ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এতে ভারসাম্য হারিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। এখন পর্যন্ত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ ১৪ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং নদী স্রোতের কারণে অভিযান কিছুটা বিলম্বিত হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেলে নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। এতে যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ নদীতে লাফ দেন। অনেকে স্থানীয় নৌযান ও জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন।

উল্লেখ্য, এ রকম ট্রলার দুর্ঘটনা মেঘনা নদীতে প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে বৈরী আবহাওয়ায়। নদীপথে চলাচলের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মেঘনায় ভয়াবহ ট্রলারডুবি: ২৫ জন জীবিত উদ্ধার, নিখোঁজ এখনও ১৪

আপডেট সময় ০৬:১১:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

 

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাণে রক্ষা পেয়েছেন ২৫ জন যাত্রী, তবে এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।

শনিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীর ডোবার চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নদীর করিম বাজার ঘাটের প্রায় ৩০ মিটার আগে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

তিনি জানান, ট্রলারটি ভাসানচর থেকে যাত্রী নিয়ে করিম বাজার ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এতে ভারসাম্য হারিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয়। এখন পর্যন্ত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ ১৪ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং নদী স্রোতের কারণে অভিযান কিছুটা বিলম্বিত হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেলে নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়। এতে যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ নদীতে লাফ দেন। অনেকে স্থানীয় নৌযান ও জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন।

উল্লেখ্য, এ রকম ট্রলার দুর্ঘটনা মেঘনা নদীতে প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে বৈরী আবহাওয়ায়। নদীপথে চলাচলের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।