ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

- আপডেট সময় ০৪:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 24
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় অ্যাম্বুলেন্সটির একটি চাকা হঠাৎ ফেটে যায়। ফলে গাড়িটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামতের চেষ্টা করা হচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই প্রচণ্ড ছিল যে, অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে থাকা আরোহীদের ওপর দিয়েই চলে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
প্রতিনিয়তই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এমন দুর্ঘটনা ঘটছে, যার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বেপরোয়া গতি, দায়িত্বহীনতা ও যানবাহনের ত্রুটি। সংশ্লিষ্টদের মতে, মহাসড়কে চলাচলরত যানবাহনের নিয়মিত তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় এমন ট্র্যাজেডি বারবার ঘটছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী ও পথচারীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।